ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

হাতির আক্রমণ থেকে বাঁচতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

 হাতির আক্রমণ থেকে বাঁচতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সম্প্রতি আনোয়ারা উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে চলে আসা বন্যহাতির উপদ্রব বেড়েছে। হাতির আক্রমণে ৭ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় হাতির উৎপাত থেকে রক্ষা পেতে প্রশাসন ও বনবিভাগের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার গুয়াপঞ্চক এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বন্দর সেন্টার মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন হাতির আক্রমণ থেকে আমরা বাঁচতে চাই। প্রতিরাতে হাতিগুলো পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে এলাকায় জানমালের ক্ষতিসাধন করে যাচ্ছে। আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে। মানুষের চাইতে হাতির দাম বেশি কি? হাতি আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এলাকাবাসীর।
×