ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাকাত কানা শহীদ বন্দুকযুদ্ধে হত

প্রকাশিত: ১১:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

ডাকাত কানা শহীদ বন্দুকযুদ্ধে হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগ বেঁড়িবাধ এলাকায় বিশ মামলার পলাতক আসামি ডাকাত কানা শহীদ ওরফে শরীফ হোসেন র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে। গোলাগুলিতে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, দুইটি ওয়ান শূটারগান, ৭ রাউন্ড তাজা বুলেট ও ২১টি কার্তুজ জব্দ হয়েছে। মঙ্গলবার রাত দুইটার দিকে মিরপুর থেকে আশুলিয়াগামী তুরাগ থানাধীন বিজিএমই বিশ্ববিদ্যালয়ের পাশের বেঁড়িবাধে ডাকাতদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনাটি ঘটে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জনকণ্ঠকে জানান, প্রায়ই বেঁড়িবাধ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। বিশেষ করে গভীর রাতে ওঁৎ পেতে থাকা ডাকাতরা পথচারীদের মালামাল ছাড়াও সিএনজি ছিনতাই করে। মঙ্গলবার বেঁড়িবাধ এলাকায় একটি ডাকাত দলের অবস্থান করার তথ্য জানা যায়। সে মোতাবেক তাৎক্ষণিক অভিযান চালানো হয়। ডাকাতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানোর সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালাতে থাকে। তখন রাত দুইটার মতো বাজে। গোলাগুলিতে র‌্যাবের এক সদস্য আহত হন। গোলাগুলির এক পর্যায়ে সব নিস্তদ্ধ হয়ে যায়। পরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে একজনকে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে সেখান থেকে চারজনকে পালিয়ে যেতে দেখা যায়। তারা তুরাগ নদ পার হয়ে ওপারে চলে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। সেখানে ২টি পিস্তল, ২টি ওয়ান শূটারগান, ৭ রাউন্ড পিস্তলের তাজা বুলেট ও ওয়ান শূটারগানের ২১ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালের নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহত ব্যক্তি ডাকাত কানা শহীদ ওরফে ডাকাত শহীদ হোসেন (৪৫ বলে জানা যায়। তার বাড়ি নড়াইলে। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায়ই ২০টি মামলা আছে। যার মধ্যে ১৬টি ডাকাতির মামলা। ২টি খুনের মামলা আর ২টি মাদকের মামলা।
×