ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

করোনা রুখতে ‘ককটেল’

প্রকাশিত: ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২০

করোনা রুখতে ‘ককটেল’

জ্বর আর এইচআইভি। এই দুই রোগের এ্যান্টি-ভাইরাসের ‘ককটেল’। তাতেই নোভেল করোনা ভাইরাসের চিকিৎসায় বিশাল সাফল্য হয়েছে বলে দাবি করেছে থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়ে আয়োজিত এক বৈঠকে ডাক্তার ক্রিয়েংসাক আট্টিপর্নওয়ানিচ জানিয়েছেন, ৭১ বছর বয়সী এক বৃদ্ধা নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। ‘ককটেল ইঞ্জেকশনটি’ তার শরীরে প্রয়োগ করার পরেই নাটকীয়ভাবে তিনি সুস্থ হয়ে ওঠেন। ৪৮ ঘণ্টা পরে ফের তার শারীরিক পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। ক্রিয়েংসাক আরও জানান, ওই ইঞ্জেকশন প্রয়োগের আগে শয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধা। উঠে বসতে পারছিলেন না। কিন্তু ১২ ঘণ্টা পরে দেখা যায় তিনি উঠে বসেছেন। মারণ-ভাইরাসটির চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন সম্পর্কে কোন রাখঢাক করেনি থাইল্যান্ড। তারা জানিয়েছে, ফ্লু-র চিকিৎসায় ব্যবহার করা হয় ‘ওসেলটামিভির’। এইচআইভির চিকিৎসায় দেয়া হয় ‘লোপিনাভির’ ও ‘রিটোনাভির’। এই দুই রোগের ওষুধ মিশিয়ে বৃদ্ধাকে ইঞ্জেকশন দেয়া হয়েছিল। ওষুধটি কতটা ‘সফল’ তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। -ওয়েবসাইট
×