ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে সড়কের পাশে ভাগাড় ॥ পথচারীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৯:১৯, ৩১ জানুয়ারি ২০২০

পঞ্চগড়ে সড়কের পাশে ভাগাড় ॥ পথচারীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়-চাকলাহাট সড়কের পার্শ্বে ময়লার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষণের শিকার হচ্ছেন সড়কে যাতায়াতকারী পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। নাক-মুখ ঢেকে সড়কে চলাচল করতে হচ্ছে মানুষজনদের। মারাত্মক দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে পড়েছে। ভাগাড়টি দ্রুত অন্যত্র সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে পৌর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারি জটিলতার কারণে বর্জ্য শোধনাগার স্থাপনে বিলম্ব হচ্ছে। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাসী এলাকায় কয়েক যুগ আগে পৌরসভার বর্জ্য ফেলার জন্য পঞ্চগড়-চাকলাহাট সড়ক ঘেঁষে প্রায় এক একর আয়তনের একটি পুকুর অধিগ্রহণ করে ময়লার ভাগাড়টি অস্থায়ীভাবে স্থাপন করা হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে সেখানে বর্জ্য ফেলে আসছে। বর্তমানে পুুকুরটি ভরাট হয়ে পাকা সড়কের ওপর ময়লা-আবর্জনার স্তূপ জমে উঠেছে। ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, শিল্প প্রতিষ্ঠান, বাজারসহ আশ-পাশে অসংখ্য বাড়িঘর গড়ে উঠেছে। এ ছাড়াও সড়কটি ব্যস্ততম হওয়ায় প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী ও বিনোদন পার্কে যাতায়াতকারী শিশুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ দূষণের শিকার হচ্ছেন। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, কয়েক যুগ থেকে এই ময়লার ভাগাড়ে পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। অন্যত্র সরিয়ে নেয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও পৌর কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেনা। দীর্ঘদিন ধরে ময়লা ফেলতে ফেলতে পুকুরটি বর্জ্যে ভর্তি হয়ে গেছে। ফলে বর্জ্য পদার্থ সড়কের ওপরই এখন ফেলা হচ্ছে। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কয়েক শিক্ষার্থী জানান, ময়লার ভাগাড়ের দুর্গন্ধ নিয়েই আমাদের ক্লাসে যেতে হয়। এত বিকট দুর্গন্ধ যে নাক-মুখ ঢেকে সড়ক দিয়ে চলতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই একটি বস্তি গড়ে উঠেছে। ওই বস্তির বাসিন্দারা জানান, বাতাস হলে দুর্গন্ধ ভেসে আসে। বাড়িঘরে থাকা যায় না। এই ভাগাড়ের দুর্গন্ধে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে তারা জানান। শিক্ষার্থী ও পথচারীদের অনেকে দুর্গন্ধ সহ্য করতে না পেরে সড়কের ওপরই বমি করে ফেলেন। পঞ্চগড় পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভা প্রতিষ্ঠার শুরুর দিকে জমি অধিগ্রহণ করে ময়লার ভাগাড়টি গড়ে তোলা হয়। তাই পুরনো পদ্ধতিতে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। কয়েক বছর আগে আরও একটি ময়লার ভাগাড় গড়ে তোলার উদ্যোগ নেয় পৌরসভা। এ জন্য প্রায় তিন একর জমি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত কাজই শুরু করতে পারেনি । পঞ্চগড় পৌরসভার মেয়র আলহাজ তৌহিদুল ইসলাম জানান, খুব শীঘ্রই ময়লার ভাগাড়টি সেখান থেকে অপসারণ করা হবে। জালাসী এলাকায় প্রায় ৩ একর জমি অধিগ্রহণপূর্বক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
×