ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে ফ্লাইট বন্ধ ইউরোপের দেশগুলোর

প্রকাশিত: ০৯:১৫, ৩১ জানুয়ারি ২০২০

চীনের সঙ্গে ফ্লাইট বন্ধ ইউরোপের দেশগুলোর

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ঠেকাতে ইউরোপ বুধবার প্রচেষ্টা বাড়িয়েছে। অনেক এয়ারলাইন্স চীনগামী তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে থেকে কাজ করতে বলেছে। ইইউ রাষ্ট্রগুলো চীন থেকে তাদের ৬শর মতো নাগরিককে দেশে ফিরিয়ে নিতে পরিকল্পনা হাতে নিয়েছে। এপি। ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে কর্মকর্তারা জনগণকে শান্ত থাকতে ও নাগরিক এবং শ্রমিকদের রক্ষায় ভাল প্রতিরোধ ব্যবস্থা নিতে বলেছে। ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জনের সন্ধান পাওয়া গেছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী এ্যাগনেস বুজিন ঘোষণা দিয়েছেন সেদেশে ভাইরাস আক্রান্ত ৫ম ঘটনা ধরা পড়েছে। তিনি ৮০ বছরের এক চীনা পর্যটকের মেয়ে। ইউরোপিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জানেজ লেনারকিক ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, উহান থেকে সৃষ্ট ভাইরাসটি ভাল হওয়ার আগে এটি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ইইউ ভাইরাস মোকাবেলায় সাহায্য করতে চীনকে প্রস্তাব দিয়েছে এবং প্রয়োজনে জরুরী অর্থ ও চিকিৎসা দল প্রেরণ করবে। তিনি বলেন, নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনাটি এখনও চলমান। ব্রিটেনের উহান থেকে বৃহস্পতিবার প্রায় ২০০ নাগরিক ফিরিয়ে আনার কথা রয়েছে এবং তাদের ২ সপ্তাহ পৃথক রাখা হবে। ব্রিটেনের গনমাধ্যম বলেছে সম্ভবত একটি সামরিক ঘাঁটিতে তাদের পৃথক রাখার ব্যবস্থা করা হবে। ব্রিটিশ এয়ারওয়েজ, জার্মানির লুপথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও সুইস এয়ারলাইন্স বলেছে তারা চীনগামী ফ্লাইট বাতিল করেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভাইরাসের সম্ভাব্য ছড়িয়ে পড়া মোকাবেলায় সরকারকে প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন। ফ্লাইট বন্ধ ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার ॥ চীনে ফ্লাইট বাতিল করছে ইন্ডিগো এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। এনডিটিভির খবরে বলা হয়, বুধবার ইন্ডিগো জানিয়েছে, চীনে ব্যাপকহারে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তারা ব্যাঙ্গালুর-হংকং রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিমানের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আগামী ১ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিগোর দিল্লী-চেংদু রুটেও ফ্লাইট বন্ধ থাকবে। একই রকম সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়াও।
×