ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারা চিকিৎসকের ১১৭ শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

প্রকাশিত: ১১:৩৬, ৩০ জানুয়ারি ২০২০

কারা চিকিৎসকের ১১৭ শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ কারা চিকিৎসকের ১১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা করার অজুহাতে ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর করায় নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে তলব করেছে আদালত। তাকে ১৯ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) আদেশের কপি বিলম্বে দেয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুইজনকে সতর্ক করেছে হাইকোর্ট। জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বুড়িগঙ্গা নদী দূষণকারী শ্যামপুরের চার শিল্প প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট । দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সারাদেশের কারাগারগুলোতে শূন্যপদে ১১৭ চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অবিলম্বে তা পুরণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেয়া হয়েছে। ১৪১ জন চিকিৎসকের বিপরীতে কারাগারে আছেন মাত্র ২৪ জন চিকিৎসক। বাকি পদগুলো পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। আদালতের আদেশের পর রিটকারী আইনজীবী মোঃ জে আর খান রবিন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছিলেন কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে ৯ জন চিকিৎসক কারা হাসপাতালগুলোতে কর্মরত ছিলেন। পরবর্তীতে আরও ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৩ জুন হাইকোর্ট এক আদেশে কারাগারে ধারণ ক্ষমতা, বন্দী ও বন্দীদের জন্য কতজন চিকিৎসক রয়েছে তার তালিকা দিতে নির্দেশ দিয়েছিল।
×