ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইরানের পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়ের আভাস

প্রকাশিত: ০৯:২৭, ৩০ জানুয়ারি ২০২০

ইরানের পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়ের আভাস

৯ ফেব্রুয়ারি ইরানে পার্লামেন্ট নির্বাচন। এদিন পার্লামেন্টের ২৯০ আসনে ভোট হবে। ইরান এখনও মার্কিন হামলায় কাশেম সোলাইমানির হত্যার ধাক্কা সামলে ওঠেনি। ৩ জানুয়ারি বাগদাদে সোলাইমানিকে হত্যা করা হয়। পর্যবেক্ষকদের ধারণা এই নির্বাচনে রক্ষণশীলরা সংখ্যগরিষ্ঠতা পাবে। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি তাদের হাতকে আরও শক্তিশালী করবে। আলজাজিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই সোলাইমানি হত্যার ঘটনা ঘটে। নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি ভেঙ্গে পড়েছে এবং তেল রফতানি কমে গেছে। বিপ্লবী গার্ড এ হামলার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা ভুল করে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে। এর প্রতিবাদে দেশে বিক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৭ জানুয়ারি জুমার নামাজে ইমামতি করেন এবং বিপ্লবী গার্ডকে সমর্থন করেন ও লোকজনকে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। পর্যবেক্ষকদের মতে, ফেব্রুয়ারির নির্বাচনে ভোটার সংখ্যা কম হতে পারে। কারণ সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি বৃদ্ধি ও অর্থনৈতিক দুরবস্থায় অনেক মানুষ ক্ষুব্ধ। গার্ডিয়ান কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক এক-তৃতীয়াংশের বেশি ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করেছে, এর মধ্যে ক্ষমতাসীন ৯০ জনও রয়েছেন। এর পর ভোটারদের উপস্থিতি কমার আশঙ্কা আরও বাড়ে। তাদের মধ্যে একজন মাহমুদ সাদেগি।
×