ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শিক্ষার গুণগত মান নিশ্চিতে যোগ্য শিক্ষক নিয়োগ দিন

প্রকাশিত: ১১:৫৩, ২৯ জানুয়ারি ২০২০

শিক্ষার গুণগত মান নিশ্চিতে যোগ্য শিক্ষক নিয়োগ দিন

স্টাফ রিপোর্টার ॥ গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে যোগ্য শিক্ষক নিয়োগ দেয়ার জন্য দেশের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এ আহ্বান জানিয়ে বলেছেন, পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ে শিক্ষার মান ক্রমশ নি¤œমুখী হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের শিক্ষাসেবার মানও কমে যাচ্ছে। যোগ্য ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়া হলে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আসবে না। মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত বেসরকারী বিশ^বিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অবস্থা এবং ভবিষ্যত করণীয় নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীগের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ৪২ প্রাইভেট বিশ^বিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি ও আইকিউএসির পরিচালক উপস্থিত ছিলেন। কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতে যোগ্য শিক্ষক নিয়োগ দিন। পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ে শিক্ষার মান ক্রমশ নি¤œমুখী হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের শিক্ষাসেবার মানও কমে যাচ্ছে। পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ে প্রায়ই শিক্ষক নিয়োগে যোগ্যতা সঠিকভাবে যাচাই করে দেখা হচ্ছে না। যথাযথ ব্যক্তিকে নিয়োগ প্রদান করা না হলে শুধু প্রযুক্তি দিয়ে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা ও শিক্ষকতায় দায়বদ্ধ এমন ব্যক্তিদের নিয়োগ প্রদান করা হলেই দেশের উচ্চশিক্ষা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবে। শুধু শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে শিক্ষার গুণগত মান বাড়ানো যাবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। অনিয়ম করলে বেসরকারী বিশ^বিদ্যালয়ও পার পাবে না উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, সাবজেক্ট খোলা ও শিক্ষার্থী ভর্তিতে ইউজিসির অনুমতি ও নিয়ম মেনে চলতে হবে। তিনটি বেসরকারী বিশ^বিদ্যালয়ে অনুমোদিত সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির জন্য জরিমানা করা হয়েছে। প্রফেসর আলমগীর বলেন, ইউজিসি দেশের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালরে মধ্যে কোন পার্থক্য দেখে না।
×