ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ব্যাংকের ক্যাশ থেকে পৌনে চার কোটি টাকা গায়েব!

প্রকাশিত: ১০:১০, ২৯ জানুয়ারি ২০২০

রাজশাহীতে ব্যাংকের ক্যাশ থেকে পৌনে চার কোটি টাকা গায়েব!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রিমিয়ার ব্যাংকের রাজশাহীর শাখার তিন কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছেন একই শাখায় কর্মরত একজন কর্মকর্তা। টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। তিনি পুলিশের কাছে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। তার নামে মামলা হয়েছে। তাকে তিন দিনের রিমান্ডেও নেয়া হয়েছে। ব্যাংকের এই কর্মকর্তার নাম শামসুল ইসলাম ওরফে ফয়সাল। তিনি ব্যাংকের ক্যাশ ইনচার্জ। তার বিরুদ্ধে ক্যাশ থেকে টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার রাত দেড়টার সময় মামলা করেছেন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক সেলিম রেজা খান। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে দিনের লেনদেন শেষে ক্যাশ মিলাতে গিয়ে তারা ৩ কোটি ৭৫ লাখ টাকার হিসাবে মিলাতে পারেননি। তখনই ক্যাশ ইনচার্জ শামসুল ইসলামকে তারা ধরেন। রাত ১২টার দিকে তারা ওই কর্মকর্তাকে নিয়ে থানায় যান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময়সূচী পরিবর্তন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সোমবার থেকে অনুষ্ঠিতব্য ২০১৯ সালের তৃতীয় বর্ষ অনার্স (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) সকল পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১টার পরিবর্তে ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ) থেকে জানা যাবে।
×