ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে তিন স্কুলছাত্রী ধর্ষণ ॥ দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ১০:০৯, ২৯ জানুয়ারি ২০২০

টাঙ্গাইলে তিন স্কুলছাত্রী ধর্ষণ ॥ দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ জানুয়ারি ॥ জেলার ঘাটাইলে নবম শ্রেণীর তিন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা পৃথক জবানবন্দী দেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারের আদালতে ইউসুফ আলী খান এবং এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাবুল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দী লিপিবদ্ধ শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অপর আসামি সবুজ ওরফে সুজন বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষণের শিকার ওই তিন শিক্ষার্থী ও তাদের অপর বান্ধবী সাক্ষী হিসেবে আদালতে ২২ ধারায় জবানবন্দী দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন মাহবুব এবং ফারজানা হাসানাত তাদের জবানবন্দী লিপিবদ্ধ করেন। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। তবে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীদের মেডিক্যাল পরীক্ষা সোমবার সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে তাদের ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়। উল্লেখ্য, উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়নের সাতকুয়াবাঈদ বন এলাকায় গত রবিবার রাতে ওই তিন স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ এবং তাদের অপর এক বান্ধবীকে লাঞ্ছনার অভিযোগ উঠে। এ ঘটনায় সোমবার দুপুরেই এক স্কুলছাত্রীর বাবা ৫-৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চারজনকে গ্রেফতার করে।
×