ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় ২য় যমুনা সেতু দাবি

প্রকাশিত: ০৮:০৮, ২৭ জানুয়ারি ২০২০

  পাবনায় ২য়  যমুনা সেতু  দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ জানুয়ারি ॥ আরিচা কাজিরহাট- দৌলতদিয়া সংযোগকারী ওয়াই টাইপ ২য় যমুনা সেতুর দাবিতে রবিবার জেলায় ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ মানববন্ধন সফল করতে জেলাব্যাপী সভা, সমাবেশ,সংবাদ সম্মেলনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২য় যমুনা সেতুর দাবিতে জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে বেলা ১১টায় ঈশ্বরদী রেল স্টেশন থেকে শুরু হয়ে দাশুড়িয়া, পাবনা হয়ে কাজির হাট ও টেবুনিয়া থেকে বাঘাবাড়ী পর্যন্ত ১৪০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হবে। জেলা উন্নয়ন ফোরামের সভাপতি হাবিবুল্লাহ জানিয়েছেন, এ সেতুটি করা হলে পাবনা থেকে ঢাকার দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে। এতে জ্বালানি ও সময় সাশ্রয় হবে। স্বল্প সময়ে ও কম ব্যয়ে কৃষকরা উৎপাদিত পণ্য ঢাকায় বাজারজাত করতে পারবে। বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ যেমন কমবে অন্যদিকে প্রতিবছর নদী খনন ও ফেরিঘাট স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ বাবদ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সেতুটি নির্মিত হলে পাবনায় আরও শিল্প কারখানা চালুসহ ব্যাপক কর্মসংস্থান হবে। ওয়াই টাইপ ২য় এ যমুনা সেতু দাবিতে মানববন্ধন উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা উন্নয়ন ফোরাম এ দাবি তুলেছেন।
×