ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

প্রকাশিত: ০৯:১৫, ২৬ জানুয়ারি ২০২০

ইয়াবাসহ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট ছরওয়ার কামাল নামে এক প্রতারককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি একজন বড় মাপের ইয়াবা কারবারি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের জালে ৩ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ ধরা পড়ে সে। ছরওয়ার কামাল ওরফে মোস্তফা কামাল (৩২) মহেশখালীর হোয়ানক টাইমবাজারের মৃত কামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, পেকুয়ার আধাখালী এলাকায় ছরওয়ারের শ্বশুর আলী আকবরের বাড়িতে ইয়াবা হাত বদল করার কথা পাকাপোক্ত হয়। এ সময় পুলিশ কৌশলে অবস্থান নিয়ে তাকে আটক করে। এ্যাম্বুলেন্সে গাঁজা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ জানুয়ারি ॥ শনিবার ভোরে সদরের কুলাঘাট ইউনিয়নে ডিবি পুলিশ এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তনে ১৩ কেজি গাঁজার পোটলা উদ্ধার করেছে। এ এ্যাম্বুলেন্সের চালক ও হেলাপারকে আটক করা হয়েছে। এদিকে ভোরে তিস্তা সেতুর টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (২৪) নামের এক জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোর ৫টায় সদর উপজেলার কুলাঘাট এলাকায় রোগী পরিবহনের এ্যাম্বুলেন্স থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় এ্যাম্বুলেন্সের চালক ও হেলপারকে আটক করেছে। আটককৃতরা হলেন, রংপুরের তহিগঞ্জ এলাকার আতিক হাসান ও গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার আইনাল হক।
×