ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নাগরিক সচেতনতা বাড়াতে চসিকের শোভাযাত্রা

প্রকাশিত: ০৯:৩০, ২৪ জানুয়ারি ২০২০

 নাগরিক সচেতনতা  বাড়াতে চসিকের  শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্থানীয় সরকার আইন অনুযায়ী বৈধ ও আইনানুগ কার্যক্রম সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বের করা হয় এক শোভাযাত্রা। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাইক, টি-শার্ট ও ক্যাপ-সজ্জিত শোভাযাত্রাটি চসিক পুরাতন ভবন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিটি গবর্নেন্স প্রজেক্টের (সিজিপি) সার্বিক সহযোগিতায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চসিক মেয়র বলেন, এই শহর আমার, আপনার। শহরকে নিজের সন্তানের মতো লালনপালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের মধ্যে মতাদর্শের পার্থক্য আছে, আছে বিভাজনও। তারপরও এই নগরে আমরা সকলেই বসবাস করি। তাই শহরের সৌন্দর্য রক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে।
×