ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিএএ মামলার শুনানি পিছিয়ে দিল ভারতের সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৭:৪২, ২৩ জানুয়ারি ২০২০

  সিএএ মামলার শুনানি পিছিয়ে  দিল ভারতের সুপ্রীমকোর্ট

নাগরিকত্বের জন্য ধর্মভিত্তিক মানদ-ে প্রণীত একটি নতুন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জকারী মামলার বিষয়ে শুনানি পিছিয়ে দিয়েছে ভারতের শীর্ষ আদালত। এই আইনের প্রতিবাদে সারাদেশে প্রায় একমাস সহিংস বিক্ষোভ হয়েছে। এনডিটিভি ও ব্লুমবার্গ। বিতর্কিত আইনটির বিরুদ্ধে শীর্ষ আদালতে জমা হওয়া ১৪০টিরও বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠিয়ে দিয়েছে সুপ্রীমকোর্ট। এর আগে নাগরিকত্ব আইনের বিষয়ে স্থগিতাদেশ জারির আবেদন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন। বুধবার আবেদগুলোর শুনানি হয় ৩ বিচারপতির বেঞ্চে। কিন্তু প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে গঠিত ওই বেঞ্চ জানিয়েছে, নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ জারি হবে কিনা সে বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বুধবার সুপ্রীমকোর্টের ৩ বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে কী প্রতিক্রিয়া তা না জেনে কোন স্থগিতাদেশ জারি করতে রাজি নন তারা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জোড়া বিক্ষোভের মধ্যেই এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সুপ্রীমকোর্টে ১৪৩টি আবেদন জমা পড়ে।
×