ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারারে টেস্টে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১০:৩৭, ২২ জানুয়ারি ২০২০

 হারারে টেস্টে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ হারারে টেস্টে চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুইয়ে। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৫৮ রান করে শন উইলিয়ামসের দল। জবাবটা ভালই দিচ্ছে শ্রীলঙ্কা। মঙ্গলবার তৃতীয় দিন চা বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় ৪ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ছিল ২৪৪ রান। ৮০ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন কুসল মেন্ডিস। অধিনায়ক দিমুথ করুনারতেœ ফিরেছেন হন ৩৭ রান করে। অপর ওপেনার ওশাদা ফার্নান্দো ২১। ব্যক্তিগত ৬৮ রানে অপাাজিত ছিলেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস। তার আগে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে জিম্বাবুইয়ের হয়ে প্রিন্স মাজভারু ৫৫, কেভিন কাসুজা ৬৩, ক্রেইগ অরভিন ৮৫, ব্রেন্ডন টেইলর ২১ ও সিকান্দার রাজা ৪১ রান করে আউট হন। ৪৪ রানে অপরাজিত থাকেন ডোনাল্ড ত্রিপানো। শ্রীলঙ্কার হয়ে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া নেন ৫ উইকেট। ইনজুরি কাটিয়ে ফেরা তারকা পেসার সুরাঙ্গা লাকমলের শিকার ৩ উইকেট। লাহিরু কুমারা নিয়েছেন ২ উইকেট। উল্লেখ্য, নতুন অধিনায়ক শন উইলিয়ামসের অধীনে ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা থেকে ফেরা জিম্বাবুইয়ে। ২০১৮ সালে বাংলাদেশ সফরে সর্বশেষ সাদা পোশাকে মাঠে নেমেছিল এ্যান্ডি ফ্লাওয়ার-হিথ স্ট্রিকের উত্তরসূরিরা।
×