ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়লেখায় চা-বাগানে ৫ হত্যার ঘটনায় দুই মামলা

প্রকাশিত: ০৯:৪৭, ২১ জানুয়ারি ২০২০

  বড়লেখায় চা-বাগানে ৫ হত্যার ঘটনায়  দুই মামলা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২০ জানুয়ারি ॥ বড়লেখা উপজেলার পাল্লাতল চা বাগানে স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় রবিবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে বড়লেখা থানায়। বড়লেখা থানার ওসি মোঃ ইয়াসিনুল হক জানান, স্ত্রী জলি ব্যানার্জী, শাশুড়ি লক্ষ্মী ব্যানার্জী, প্রতিবেশী বসন্ত ভক্তা ও তার মেয়ে শিউলি ভক্তা হত্যার ঘটনায় পাল্লাতল চা-বাগানের ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯ তারিখ ১৯ জানুয়ারি। অপরদিকে এ চার জনকে হত্যার পর নির্মল কর্মকার আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা পুলিশ বাদী হয়ে করেছে। মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা নিহত ৫ জনের লাশ আজ ময়নাতদন্ত শেষে পরিবাবের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য পাল্লাতল চা-বাগানের টিলায় পাশাপাশি ২টি ঘরে বসবাস করতেন চা-শ্রমিক নির্মল ও প্রতিবেশী বসন্ত পরিবার নিয়ে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নির্মল ও তার স্ত্রী জলি ব্যানার্জীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জলিকে মারধর করতে থাকলে জলি দৌড়ে প্রতিবেশী বসন্তের ঘরের সামনে গিয়ে চিৎকার করে। এ সময় নির্মল ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুড়ি লক্ষ্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। চিৎকার শুনে বসন্ত ঘর থেকে বের হয়ে ঝগড়া থামাতে চাইলে তাকে ও তার মেয়ে শিউলিকে কোপাতে থাকে নির্মল। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন নিহত হন।
×