ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্ক থেকে ৪ বাংলাদেশীর মরদেহ আসছে কাল

প্রকাশিত: ১২:৪৮, ১৬ জানুয়ারি ২০২০

তুরস্ক থেকে ৪ বাংলাদেশীর মরদেহ আসছে কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে নৌকাডুবে মারা যাওয়া চার বাংলাদেশীর মরদেহ দেশে আসছে শুক্রবার। বুধবার তুরস্কের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। খবর বাংলা নিউজের। তুরস্কের বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ভান হ্রদে ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনা ঘটে। এতে সাতজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশী নাগরিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে। এর পরদিনই দূতাবাস দ্রুততার সঙ্গে দুর্ঘটনাস্থল টাতভান জেলায় একটি দল পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে ১১ বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন। নৌকা ডুবিতে মৃত বাংলাদেশীরা হলো- সুনামগঞ্জের জামজেদ মিয়া ও মিজানুর রহমান, সিলেটের সৈয়দ ফয়সাল আহমেদ এবং নেত্রকোনার চৌধুরী ওসমানী।
×