ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৮, ১৬ জানুয়ারি ২০২০

বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৫ জানুয়ারি ॥ বুধবার বিকেলে কেশবপুরে বিদ্যুতস্পৃষ্টে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সেচ মোটরের তারে জড়িয়ে প্রথমে ছেলে ও ছেলেকে বাঁচাতে মাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। এলাকাবাসী ও সোনারগাঁও থানার ওসি আবু সাঈদ জানান, উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের কলেজ পড়ুয়া ছেলে আল আমিন (২০) বিকেলে গ্রামের পশ্চিম বিলে সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মারা যায়। ছেলেকে খুঁজতে গিয়ে মা জোসনা বেগম (৩৫) দেখেন ছেলে মোটর ধরে পড়ে আছে। ছেলেকে উদ্ধার করতে ছেলের গায়ে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুতস্পৃষ্টে মারা যান। আল আমিন মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী। আল আমিন মা-বাবার একমাত্র সন্তান। কালীগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে একটা মাছকে ঘিরে বুধবার ক্রেতা জামাইদের জটলা লেগে আছে। বিশাল আকৃতির এ মাছের নাম বাঘাইড়। বিক্রেতা দাম হেঁকেছেন ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে স্থানীয় বক্তারপুর এলাকার জামাই আলমগীর হোসেন মাছটির দাম সর্বোচ্চ ৬৫ হাজার টাকা বলছেন। কিন্তু বিক্রেতা আরও বেশি দাম পাওয়ার আশায় মাছটি ছাড়ছেন না। চলছে দর কষাকষি। যতনা ক্রেতা তার চেয়ে অনেক বেশি উৎসুক জনতা ভিড় জমিয়েছেন মাছটি দেখার জন্য। পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিন বুধবার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলায় দেখা গেছে এই দৃশ্য। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামের মাছের মেলাকে ঘিরে আশে পাশের কয়েক জায়গায় বুধবার দিনভর চলে আনন্দ-উৎসব। মূলত এটা জামাই মেলা। কিন্তু সবাই এটাকে বলে মাছের মেলা। আর এই দিনটিকে ঘিরেই এখানে দিনব্যাপী চলে আনন্দ-উৎসব। এ দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন স্থানীয়রা। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তো এসেছেনই। এর বাইরে থেকেও অনেকে এসেছেন উপজেলার সর্ববৃহৎ এই মাছের মেলায়।
×