ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল মিসাইল ফায়ার মহড়া

প্রকাশিত: ১১:৩০, ১৬ জানুয়ারি ২০২০

বঙ্গোপসাগরে নৌবাহিনীর সফল মিসাইল ফায়ার মহড়া

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে সফল মিসাইল ফায়ার মহড়া চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার ‘এক্সারসাইজ সেফ গার্ড ২০১৯’ শীর্ষক এ মহড়ায় প্রধান অতিথি থেকে মহড়া প্রত্যক্ষ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এবং উর্ধতন কর্মকর্তাগণ। বার্ষিক এ নৌমহড়ায় ছিল বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন ও সফল পরীক্ষা। এ মহড়ার প্রতিপাদ্য বিষয় সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র সংরক্ষণ এবং সমুদ্র এলাকার প্রহরা নিশ্চিতকরণ। বার্ষিক এ মহড়ায় ছিল এক ধরনের উৎসব আমেজ। দুপুরের দিকে প্রথমে বানৌজা দুর্জয় থেকে ছোড়া হয় দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল, যা ধোঁয়ার কু-লী উড়িয়ে ছুটে যায়। এর পর ফায়ার করা হয় আরেকটি মিসাইল। এ দুটি মিসাইল ১২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। বাংলাদেশ নৌবাহিনীর ১৮ দিনব্যাপী এ মহড়ার চূড়ান্ত দিন ছিল বুধবার। এতে অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, প্যাট্রোল ক্রাফট, মিসাইল বোট, মেরিটাইম প্যাট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলোও। চূড়ান্ত দিনের এ মহড়ায় ছিল নৌযুদ্ধের কলাকৌশল। প্রতিবছরই নৌবাহিনী এমন মহড়া করে থাকে। এবার নৌবহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, যুদ্ধ এলাকা পর্যবেক্ষণ, অনুসন্ধান, উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন এবং উপকূলীয় এলাকার নৌ স্থাপনাগুলোর মহড়া অনুষ্ঠিত হয় মোট চারটি ধাপে। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক এ মহড়ায় সফল মিসাইল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান, বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক ক্যাপ্টেন এইউএম আমানত উল্লাহ চৌধুরী এবং দায়িত্বশীল উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।
×