ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি গবর্নমেন্ট গঠনের প্রস্তাব নাকচ করলেন এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ১১:১৫, ১৬ জানুয়ারি ২০২০

সিটি গবর্নমেন্ট গঠনের প্রস্তাব নাকচ করলেন এলজিআরডি মন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশনের আওতায় ‘সিটি গবর্নমেন্ট’ গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশনের হাতে যে ক্ষমতা দেয়া আছে তা যথেষ্ট। তাদের দায়িত্ব পালনে কোন অসুবিধা নেই। ক্ষমতাগুলো যদি সিটি কর্পোরেশনগুলো সত্যিকার অর্থে প্রয়োগ করে তাহলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশের প্রেক্ষাপটে শহর, নগর, গ্রামগুলো কিভাবে উন্নয়ন করার দরকার এই বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। বিশিষ্টজনরা বিভিন্ন মতামত দিয়েছেন, সব বিবেচনা করে আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভা, ইউনিয়ন উপজেলাসহ সবগুলোকে বিভিন্নভাবে ক্ষমতায়ন করা হয়েছে, ক্ষমতা দেয়া হয়েছে। আমাদের সিটি কর্পোরেশনকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেয়া আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে এসে দেখেছি, সিটি কর্পোরেশনকে যথেষ্ট ক্ষমতা দেয়া আছে। এই ক্ষমতাগুলো যদি ওনারা সত্যিকার অর্থে প্রয়োগ করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন- তাহলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে এবং তাদের কাক্সিক্ষত উন্নয়ন হবে। কাক্সিক্ষত আশা-আকাক্সক্ষা পূর্ণ হবে। মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন উন্নত বাংলাদেশের। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে পথনক্সা অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করছেন। যখন যেখানে নীতিগত, আইনগত, সংশোধনের প্রয়োজন দেখা দেবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগ নেয়া হবে। আমি মনে করি, বর্তমানে সিটি কর্পোরেশনের কাছে যে ক্ষমতা দেয়া আছে তা যথেষ্ট, তাদের দায়িত্ব পালনে কোন অসুবিধা নেই। বিএনপি দলীয় অপর সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, কেউ কেউ এদেশে সব সময় বিপর্যয় দেখেন! তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা জাতি সফলতা দেখে। পার্থক্য একটু আছে। আসলে এই বিপর্যয়টা থেকে রক্ষা করার জন্য অনেক আগে থেকে বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ডিসপোজাল নিয়ে আমরা মহাপরিকল্পনা করেছি। জায়কার রিপোর্ট অনুযায়ী, বর্জ্য সংগ্রহে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু এটাকে ধ্বংস করতে না পারলে তাহলে বিশাল বর্জ্যরে কারণে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হব। সেখানে অর্গানিক এবং ইন-অর্গানিক দুটোই আছে। প্লাস্টিক মিক্সড ওয়েস্টও আছে। ইতোমধ্যে কার্যাদেশ দেয়ার পথে বর্জ্য পুড়িয়ে বিদ্যুত উৎপাদন করতে প্রকল্প নেয়া হয়েছে সারাদেশে। প্লাস্টিক বর্জ্য নিয়ে আমাদের পরিকল্পনায় আছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নাই। তবে এরইমধ্যে অনেক ক্ষতি হয়েছে। আশাকরি আমরা স্বস্তিদায়ক জায়গায় যেতে পারব। বিষয়গুলো আমাদের নজরের ভেতরে আছে।
×