ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ভিসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

প্রকাশিত: ১২:৫৮, ১৩ জানুয়ারি ২০২০

ভিসা নিয়ে অপপ্রচারে  বিভ্রান্ত না হওয়ার  অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশী শিক্ষার্থীদের ব্যাপারে সব সময় অত্যন্ত যত্নবান। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সব আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারী ও বেসরকারী চিকিৎসা মহাবিদ্যালয়ে অধ্যয়নের জন্য আসেন তাদের ভর্তি, ভিসা সহজীকরণ এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সর্বদা সহযোগিতা দিয়ে চলছে। ‘২০১৯-২০ সালের ভর্তিপ্রক্রিয়া বর্তমানে চলমান। সব দেশ থেকে প্রাপ্ত আবেদনপত্র বর্তমানে যাচাই-বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তি বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত ও দুরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যাচাই-বাছাই সাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি, ২০২০ নাগাদ বিদেশী শিক্ষার্থীদের মেডিক্যাল ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়।
×