ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর ৬৩ দিন

প্রকাশিত: ১১:১৪, ১৩ জানুয়ারি ২০২০

 আর ৬৩ দিন

স্টাফ রিপোর্টার ॥ রাস্তার ধারে ডিজিটাল ঘড়ি। চলছে কাউন্টডাউন। আর মাত্র ৬৩ দিন বাকি। এর পরই সেই মাহেন্দ্রক্ষণ। আগামী ১৭ মার্চ শুরু হয়ে যাবে মুজিববর্ষের উৎসব অনুষ্ঠান। এদিন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন শুরু হবে। চলতি বছরের ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত উদ্যাপিত হবে মুজিববর্ষ। মহা উৎসব সামনে রেখে এখন চলছে জোর প্রস্তুতি। প্রাক উৎসবও লক্ষ্য করা যাচ্ছে। রবিবার মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে একটি বর্ষপঞ্জি প্রকাশ করেছে তথ্য কমিশন। তথ্য কমিশনের সভাকক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম। বই থেকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের মাসভিত্তিক কিছু ঘটনাপ্রবাহ সম্পর্কে জানা যাবে।
×