ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধোনির বিদায় ঘণ্টা বাজছে

প্রকাশিত: ০৯:৫৩, ১১ জানুয়ারি ২০২০

 ধোনির বিদায় ঘণ্টা বাজছে

স্পোর্টস রিপোর্টার ॥ যার শুরু আছে তার শেষও আছে। সৃষ্টির অমোঘ নিয়মে সবকিছুরই একদিন ইতিঘটে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। গত বছর মে-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে যেসব বিষয় আলোচিত ছিল তার মধ্যে অন্যতম ছিল মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইলদের অবসর প্রসঙ্গ। ধোনিকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কারণ বিশ্বকাপে তিনি অবসর নেননি কিন্তু বিশ্বকাপের পর থেকেই আছেন মাঠের বাইরে। গত ছয় মাসে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকেও কথা বলতে হয়েছে। তিনি জানিয়েছেন, কি করতে হবে, ধোনি সেটা ভাল করেই জানে। তবে ৩৯ ছুঁই ছুঁই ক্রিকেটারের সময়টা যে শেষ হয়ে এসেছে এবার পরিষ্কার সেই ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী। বর্তমান প্রধান কোচের ইঙ্গিত ঘোষণাটা হয়তো শীঘ্রই আসছে। এ বিষয়ে ধোনির সঙ্গে তার গুরুত্বপূর্ন আলোচনা হয়েছে। শাস্ত্রী বলেন, ‘আমি ধোনির সঙ্গে কথা বলেছি। সেখানে শুধু আমরা দু’জনই ছিলাম। সে তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছে, খুব দ্রুতই সম্ভবত ওয়ানডেকেও বিদায় বলবে। মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবে সে। আর মানুষেরও তার সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। কেননা দীর্ঘদিন ধরে সে টানা সব ফরমেটে খেলেছে।’ ধোনি ভারতীয় ক্রিকেটের চলমান কিংবদন্তি। তার নেতৃত্বে ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপ জিতে মাত করেছিল দেশটি। এরপর ২০১১ সালে পুনরুদ্ধার করেছিল ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। এমন একজনকে কি তবে মাঠের বাইরে থেকে নীরবে বিদায় বলতে হবে? ‘এই বয়সে সম্ভবত সে টি২০ ক্রিকেটটাই খেলতে চায়। তার মানে তাকে আবারও খেলায় ফিরতে হবে, ফিরতে হবে আগের অবস্থায়। সে আইপিএলে খেলবে, দেখা যাক ওর শরীর কেমন সায় দেয়।’ শাস্ত্রী যোগ করেন, ‘যদি সে টি২০ ক্রিকেটটা ধরে রাখতে চায় তবে অবশ্যই আইপিএলে খেলতে হবে। আমি ধোনি সম্পর্কে একটা বিষয় জানি যে, সে নিজেকে দলে বোঝা হিসেবে দেখতে চায় না। তবে যদি আইপিএলে দুর্দান্ত কিছু করে...।’ প্রায় পাঁচ বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ধোনি বিশ্বকাপ খেলে অবসরে যাচ্ছেন, এমন গুঞ্জন ছিল। বিশ্বকাপের সেমিফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের পর দুই মাসের জন্য সাময়িক অবসর নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ভারতীয় টেরিটোরিয়ার আর্মির কর্নেল হিসেবে দুই সপ্তাহ সেনাবাহিনীর সঙ্গে কাজ করার পর সেনা পোশাক খুলে রাখলেও আর দলের সঙ্গে যোগ দেননি। একের পর এক সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের পর চলতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও নেই। ধোনি যেহেতু উইকেটরক্ষক-ব্যাটসম্যান তার অবসর এভাবে ঝুলে থাকা ভারতের জন্যও কিছুটা সমস্যা তৈরি করেছে। কারণ এই একটা পজিশনে ঋষভ পন্থসহ আরও বেশ কয়েকজন প্রস্তুত রয়েছেন। কিছুদিন আগেও শাস্ত্রী বলেছিলেন, ভবিষ্যতের কথা ভেবে তাকে সামনের দিকেই তাকাতে হবে। উল্লেখ্য, ২০০৪ থেকে এ পর্যন্ত ভারতের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি টি২০ খেলেছেন ধোনি। অনেক রেকর্ডেও রয়েছে তার নাম।
×