ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িল ফ্লাইওভার থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:১২, ৫ জানুয়ারি ২০২০

কুড়িল ফ্লাইওভার থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। এদিকে পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। ঘটনার পরপরই সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ নেয়া, তার ছবি তোলা ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শনিবার দুপুরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোফাখখারুল ইসলাম এমরান জানান, রাত আড়াইটার দিকে বনানীগামী কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় মাফলার পেঁচানো ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহটি গোপনে ফ্লাইওভারে ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের পরনে ছিল চেক ট্রাউজার, ফুলহাতা শার্ট ও নীল রঙের জাম্পার। লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন জানান, কুড়িল ফ্লাইওভারের দক্ষিণ পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই স্থানে কোন সিসি ক্যামেরা নেই। এমনকি ফ্লাইওভার ও এর আশপাশের সড়কবাতির অনেকগুলোই নষ্ট। যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেটি ছিল অন্ধকার। তিনি বলেন, এ ঘটনার পরপরই সিআইডি ক্রাইম সিনসহ পুলিশের অন্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ নেয়াসহ মরদেহের ছবি তোলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থানে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করার জন্য ফ্লাইওভারের অন্ধকার স্থানে ফেলে যায়। ওসি বোরহান উদ্দিন জানান, ওই ব্যক্তির মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের অনুসন্ধানে পুলিশ কাজ করছে। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে মিরপুর কালশী এলাকার রাস্তা পার হচ্ছিলে অজ্ঞাত (৫৫) ওই পথচারী। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
×