ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাভারে ট্যাঙ্কে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৮, ২ জানুয়ারি ২০২০

সাভারে ট্যাঙ্কে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

সংবাদদাতা, সাভার, ১ জানুয়ারি ॥ সাভারে একটি ট্যানারি কারখানার ট্যাঙ্কে পড়ে দেলোয়ার (৩৫) নামের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কর্মী। বুধবার বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকার চামড়া শিল্পনগরীতে ‘এসবি শাহী’ নামে একটি ট্যানারি কারখানায় এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার নোয়াখালী জেলা সদরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ট্যানারি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) জানান, বুধবার বিকেলে ‘এসবি শাহী’ কারখানার চামড়া পরিষ্কারের পর জমে থাকা ময়লা পানির ট্যাঙ্কে পড়ে যায় দেলোয়ার। পরে অপর এক কর্মী তাকে উদ্ধার করতে গেলে ট্যাঙ্কের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে তারা দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
×