ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ-২০২০

ঢাবি পরিণত হবে নান্দনিক ক্যাম্পাসে

প্রকাশিত: ১০:৫২, ২ জানুয়ারি ২০২০

ঢাবি পরিণত হবে নান্দনিক ক্যাম্পাসে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুুজিববর্ষ ২০২০’ এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাসে পরিণত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ১২টায় ক্যাম্পাসে বিন (ময়লা ফেরার পাত্র) স্থাপনের মাধ্যমে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করবে। পরিচ্ছন্নতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৌজন্যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০ স্থানে বিন স্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা সিকদার, মুহা. মাহমুদুল হাসান, রকিবুল হাসান রাকিব, ফরিদা পারভীন, রফিকুল ইসলাম সবুজ, রাইসা নাসের ও ঢাকা বিশ^বিদ্যালয়ের এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) সুপ্রিয়া সাহা। আগামী তিন মাস চলবে এই পরিচ্ছন্নতা অভিযান। অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী। আগামী ১০ জানুয়ারি থেকে ক্যাম্পাসকে আটটি জোনে বিভক্ত করে তারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিবেন। প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রথম শিফ্ট এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত দ্বিতীয় শিফ্্টে স্বেচ্ছাসেবকগণ সচেতনতামূলক প্রচারের দায়িত্ব পালন করবেন। এর আগে ৮ জানুয়ারি নবাব নওয়াব আলী সিনেট ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স কক্ষে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, নতুন বছরের শুরুটা আমরা করেছি ক্যাম্পাসে ৫০ বিন স্থাপন করার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে। বাংলাদেশ ছাত্রলীগের সহায়তায় ডাকসুর উদ্যোগে এটি সম্পন্ন করা হয়েছে। ২০২০ সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি ধারা তৈরি করুক যাতে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন ও শিক্ষার্থীরা দায়বদ্ধ থাকে।
×