ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতের নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ

প্রকাশিত: ০৯:৩০, ১ জানুয়ারি ২০২০

ভারতের নয়া সেনাপ্রধান মনোজ মুকুন্দ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার সকালে দেশটির ২৮তম সেনাপ্রধানের দায়িত্ব নেন চৌকস এ কর্মকর্তা। জেনারেল নারাভানে জাতীয় প্রতিরক্ষা একাডেমি ও ভারতীয় সেনা একাডেমির সাবেক ছাত্র। ১৯৮০ সালের জুনে তিনি ‘শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এ যোগ দেন। সেপ্টেম্বরে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পান। এর আগে তিনি বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান ছিলেন। এ সেক্টরের দায়িত্ব ছিল চীন সীমান্তের চার হাজার কিলোমিটার এলাকার তত্ত্বাবধান করা। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে জেনারেল নারাভানে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অধিকৃত জম্মু-কাশ্মীর ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহের পরিবেশে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। -এনডিটিভি
×