ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুমোদনের সুযোগ রেখে বাল্যবিবাহ নিষিদ্ধ করল সৌদি আরব

প্রকাশিত: ১২:৩৪, ২৯ ডিসেম্বর ২০১৯

 অনুমোদনের সুযোগ রেখে বাল্যবিবাহ নিষিদ্ধ করল সৌদি আরব

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে ১৮ বছরের কম বয়সে বিয়ে বন্ধের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির আইনমন্ত্রী ড. ওয়াহিদ বিন মোহাম্মদ আল সামানি সম্প্রতি শিশু সুরক্ষা আইন অনুযায়ী নিম্ন আদালত ও বিবাহ কর্মকর্তাদের প্রতি এমন নির্দেশনা জারি করেছেন। এতে শর্তসাপেক্ষে বাল্যবিবাহের অনুমোদন দেয়ার সুযোগও রাখা হয়েছে। তবে শিশুর সার্বিক দিক বিবেচনা করে এই অনুমোদন কেবল বিশেষ আদালত দিতে পারবে। খবর দ্য উইকের। সৌদি আরবের যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমান নিয়োগ পাওয়ার পর থেকে তিনি দেশটিতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন। ২০১৮ সালে তিনি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। মাঠে পুরুষের সঙ্গে বসে খেলা দেখা, সিনেমা দেখার ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, চাকরিতে যোগদান, এমনকি অস্ত্রোপচার করার জন্যও আগে নারীদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হতো। সেই বিধিও সম্প্রতি রদ করা হয়েছে। এবার বাল্যবিবাহ ঠেকাতেও পদক্ষেপ নিল রিয়াদ।
×