ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিএএ-এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে ॥ মমতা

প্রকাশিত: ০৮:৫৭, ২৮ ডিসেম্বর ২০১৯

 সিএএ-এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে ॥ মমতা

সংশোধিত নাগরিক আইন সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি এনআরসির বিরুদ্ধে চলমান আন্দোলনের রাস্তা থেকে সড়ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবারও রাজপথে নামেন তিনি। কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল শেষে সভামঞ্চ থেকে মমতা ফের ঘোষণা দেন, সিএএ-এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। জীবন দিয়েও অধিকার রক্ষার এই আন্দোলন চলবে। খবর আনন্দবাজার অনলাইনের। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রায় প্রতি দিনই মিছিল, পদযাত্রা, সভা করছেন মমতা। এ দিন সেই কর্মসূচী ছিল রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত। প্রায় প্রতি দিনই মিছিলের শুরুতে সিএএ-এনআরসি-বিরোধী শপথবাক্য পাঠ করাচ্ছেন মমতা। ওই সভা থেকে টানা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেন তৃণমূল নেত্রী। এর অংশ হিসেবে শুক্রবার পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল। এ ছাড়া আগামী ৩ জানুয়ারি শিলিগুড়িতে সিএএ-এনআরসি বিরোধী মিছিলে হাঁটবেন তিনি। বৃহস্পতিবার মল্লিকবাজারের সভায় মমতা বলেন, জীবন দিয়েও অধিকার রক্ষার আন্দোলন চলবে। ভয় দেখালে বা জবরদস্তি করলে দেশের জনগণ, বাংলার মানুষ তা মেনে নেবেন না।
×