ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফজলে হাসান আবেদের কুলখানি আজ

প্রকাশিত: ১২:২৭, ২৭ ডিসেম্বর ২০১৯

ফজলে হাসান  আবেদের  কুলখানি আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খবর বাসস ও বিডিনিউজের। দোয়া অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য স্যার আবেদের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রবিবার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ১৯৩৬ সালে জন্মগ্রহণকারী ফজলে হাসান আবেদের উচ্চতর পড়াশোনা হয় লন্ডনে, হিসাব বিজ্ঞানে। ১৯৭২ সালে ফজলে হাসান আবেদের হাত ধরে যাত্রা শুরু করে ব্র্যাক, যেটি এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিও। ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে ২০০১ সাল পর্যন্ত সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন ফজলে হাসান আবেদ। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপার্সন হন তিনি। কয়েক মাস আগে তিনি চেয়ারপার্সনের পদ ছেড়ে অবসরে যান। ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কার পাওয়া ফজলে হাসান আবেদ জীবনে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য পুরস্কার, স্প্যানিশ অর্ডার অব সিভিল মেরিট, অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ-নাসাউ, লিউ টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল ইত্যাদি। ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত ৫০ বিশ্ব নেতার মধ্যে ফজলে হাসান আবেদের নাম স্থান পেয়েছিল।
×