ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিপি নূরকে দেখতে ঢামেকে ঢাবি ভিসি, নানক-নাছিম

প্রকাশিত: ১২:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৯

ভিপি নূরকে দেখতে  ঢামেকে ঢাবি ভিসি,  নানক-নাছিম

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নূরসহ অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এরও আগে রাতে নূরসহ অন্যদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছিলেন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আহত ভিপিকে দেখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নূরকে আটকে রেখে স্বার্থান্বেষী মহল একটা লাশ ফেলতে চেয়েছিল। এ সময় ভিসি বলেন, আমি তথ্য পেয়েছি অনেক বহিরাগত এসেছিল। আমাকে ছবি দেখিয়েছিল প্রক্টর। আমার ধারণা তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল। তুমি তাদের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া এমন আটকে রাখা হবে কেন? এ সময় শিক্ষার্থীরা ভিসিকে হামলার নানা বিষয়ে অবগত করেন। এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নূরকে দেখতে আসেন আওয়ামী লীগ নেতারা। একপর্যায়ে আহতদের সহপাঠীরা তাদের ঘিরে রেখে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় তারা তাদের বোঝানোর পর আহতদের সহপাঠীরা শান্ত হয়। আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন নানক-বাহাউদ্দিন নাছিম। হাসপাতাল ত্যাগ করার সময় নানক বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা যে মঞ্চের লোক হোক, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। হামলার ঘটনাকে বর্বর ও পৈশাচিক মন্তব্য করে নানক আরও বলেন, বর্তমান সরকার কাউকেই রেহাই দেবে না। যে ঘটনা ঘটেছে, শুধু সেটাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ধরনের উচ্ছৃঙ্খলতা কিংবা শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বর্তমান সরকার কোনভাবেই গ্রহণ করবে না। এ সময় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আজ সোমবার দুপুরে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ডেকেছে।
×