ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শিল্পকলা একাডেমির একাধিক আয়োজন

প্রকাশিত: ০৯:০০, ২১ ডিসেম্বর ২০১৯

শিল্পকলা একাডেমির একাধিক আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চারুশিল্পের সর্ববৃহৎ আয়োজন ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২০ আয়োজনের লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভা ১৮ ডিসেম্বর সকাল ১০-৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির সভাপতিত্বে ৫৭ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটির উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, রামেন্দু মজুমদার, শিল্পী মঈনুদ্দিন খালেদ, শিল্পী ড. ফরিদা জামান, শিল্পী মনিরুজ্জামান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব মোঃ বদরুল আনম ভূঁইয়া, পরিচালক কেএম রফিকুল ইসলাম, সুশান্ত কুমার সরকার, আশরাফুল আলম পপলু প্রমুখ। বাস্তবায়ন কমিটির সভায় উপস্থিত সদস্যরা ২০২০ সালের আয়োজিত ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিকেল ৪টা থেকে একাডেমি প্রাঙ্গণ বটতলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়মিত আয়োজন ‘পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ’-এর নবম আসর অনুষ্ঠিত হয়। আসর আয়োজনে বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দলের পরিবেশনা, ৫টায় আলোচনা, ৫-৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দলের ভাববাণী পরিবেশন, সন্ধ্যা ৬-৪৫টায় নির্ধারিত বাউল শিল্পীদের পরিবেশনা এবং রাত ৮-৩০টায় সাধুগুরুদের সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রায় ছয় শতাধিক প্রতিশ্রুতিশীল শিল্পী নিবন্ধন করা হয়েছে। গত ২ ডিসেম্বর থেকে তাদের ৭ দিনব্যাপী গণসঙ্গীতের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং কর্মশালার প্রশিক্ষক প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিনের উপস্থিতিতে ১০ ডিসেম্বর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিশ্রুতিশীল শিল্পীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত পরিচালক চন্দন দত্ত। উদ্বোধনী আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে শিল্পী সাবিনা ইয়াসমিনের পরিচালনায় প্রতিশ্রুতিশীল শিল্পীরা ‘আকাশ ভরা সূর্য তারা, ‘সৃজন ছন্দে, ‘জন্ম আমার ধন্য হলো মাগো, ‘এ মাটি নয় জঙ্গীবাদের’ এবং ‘ও যার আপন খবর আপনার হয় না’ ৫টি সমবেত সঙ্গীত পরিবেশন করে।
×