ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য চট্টগ্রামের মুখোমুখি আজ কুমিল্লা

প্রকাশিত: ০৯:৩৬, ২০ ডিসেম্বর ২০১৯

  অপ্রতিরোধ্য চট্টগ্রামের মুখোমুখি আজ কুমিল্লা

মোঃ মামুন রশীদ ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকায় প্রথমপর্বে টানা চারদিন খেলা হয়েছে। মাঝে ২ দিন বিরতি দিয়ে চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়। গত দু’দিনে বন্দরনগরীতে চারটি ম্যাচ হয়েছে। খেলার মাঝে বৃহস্পতিবার ছিল প্রথম বিরতি। সেই বিরতির পর আজ আবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বেলা ২টায় মুখোমুখি হবে এখন পর্যন্ত অপরাজিত খুলনা টাইগার্স ও ৩ ম্যাচে কোন জয় না পাওয়া রংপুর রেঞ্জার্স। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় শীর্ষে থাকা স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স। বিপিএলের ইতিহাসে চট্টগ্রামে বরাবরই হাইস্কোরিং ম্যাচ হয়ে থাকে। সাগরিকায় প্রথমে ব্যাট করা দলের গড় দলীয় সংগ্রহ প্রায় ১৯৪ আর পরে ব্যাট করাদের গড় ইনিংস ১৭৬ রানের। গত দু’দিনে এখানে সবগুলো দলই বড় সংগ্রহ পেয়েছে। বিশেষ করে বুধবার বিপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলমান বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম। শক্তিশালী ঢাকা প্লাটুনের বিপক্ষে ২২১ রান তুলেছে তারা। জবাবে ঢাকাও ২০৫ রান করে। বিপিএলের এক ম্যাচে এটিই সর্বাধিক (৪২৬) রানের রেকর্ড। শুধু ব্যতিক্রম ছিল সিলেট থান্ডার। চট্টগ্রাম পর্বের প্রথমদিন দ্বিতীয় ম্যাচে তারা আগে ব্যাট করে মাত্র ১২৯ রান করতে পেরেছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দারুণ ব্যাটিং শক্তির সঙ্গে বোলিং গভীরতাও দেখিয়েছে সেই ম্যাচে। ঢাকা পর্বে ৩ ম্যাচে ২ জয় নিয়ে এসেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দলটি। এবার নিজেদের মাটিতে এসে আরও দুর্বার হয়ে উঠেছে। দুই ম্যাচেই স্বাগতিক দর্শকদের পূর্ণ সমর্থনে প্রতিপক্ষদের সুযোগ দেয়নি কোন। টানা ৩ জয়ের ফলে এককভাবে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দলের প্রায় সবাই বেশ ফর্মে আছেন। রিয়াদ, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, লেন্ডল সিমন্স, আভিস্কা ফার্নান্দো ও চ্যাডউইক ওয়ালটন ব্যাট হাতে অবদান রেখে চলেছেন। বোলিং বিভাগে রুবেল হোসেনও নিজেকে ফিরে পেয়েছেন সর্বশেষ ম্যাচে। আর নাসুম আহমেদ ও মুক্তার আলী নিয়মিতই ভাল বোলিং করছেন। তবে চট্টগ্রামের বোলিং আক্রমণ একাই সামাল দিচ্ছেন তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। টানা দুটি হাইস্কোরিং ম্যাচেও মিতব্যয়ী বোলিং করে যথাক্রমে ৪ ও ৩টি করে উইকেট নিয়েছেন তিনি। এবার চট্টগ্রামের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল কুমিল্লা। ঢাকা পর্বে একটি ম্যাচ হারলেও বাকি দুটিতে জয় তুলে নিয়েছিল তারা। সাগরিকায় এসেও দুর্বলতর রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সৌম্য সরকার ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন। ব্যাট হাতে সাব্বির রহমানও ফর্মে ফিরেছেন। ইংলিশ তারকা ডেভিড মালান ও অধিনায়ক শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাও ভাল করছেন। তবে বোলিংয়ে কিছুটা সমস্যা রয়ে গেছে দলটির। আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। আজ চট্টগ্রামের শক্ত ব্যাটিং বিভাগের বিপক্ষে এটিই বড় চিন্তার কারণ হতে পারে কুমিল্লার। রংপুরের শুরু থেকেই এবারের বিপিএল একেবারে মন্দ কাটছে। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মন নবির নেতৃত্বে এখন পর্যন্ত ৩ ম্যাচেই হেরেছে তারা। এর মধ্যে শুধু কুমিল্লার কাছেই হার দেখেছে ২ বার। আজ তাদের লড়তে হবে আরেকটি শক্তিশালী দল খুলনা টাইগার্সের বিপক্ষে। দুপুরে তারা জয়ে ফেরার জন্যই নামবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করলেও একটি জয়েই এক ধাপ ওপরে ওঠার সুযোগ রয়েছে তাদের এবং প্লে-অফে ওঠার লড়াইয়ে বেশ ভালভাবেই টিকে থাকার সুযোগ রয়েছে। কিন্তু দলগতভাবে দলটি একেবারেই জ্বলে উঠতে পারছে না রংপুর। বিশেষ করে অন্যতম পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। জুনাইদ খান, লুইস গ্রেগরি ও তাসকিন আহমেদরাও ব্যর্থ। আর সে কারণেই সর্বশেষ ম্যাচে ১৮১ রান তুলেও জিততে পারেনি তারা। তবে দলের ব্যাটসম্যানরা রানে ফিরেছেন ভালভাবেই। মোহাম্মদ শাহজাদ, নবি, টম এ্যাবেল রান পেয়েছেন। তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখও দুর্দান্ত একটি ইনিংস খেলে ছন্দেই আছেন। এখন বোলাররা নিজেদের ফিরে পেলেই দুর্দান্ত দলে পরিণত হবে তারা। তবে আজ তাদের প্রতিপক্ষ বেশ কঠিন। মুশফিকুর রহিমের নেতৃত্বে খুলনা এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল এই আসরে। যদিও সবচেয়ে কম ২ ম্যাচ খেলেছে দলটি। সেই দুই ম্যাচে তাদের জয় ছিল অনেক আত্মবিশ্বাস জোগানোর। কারণ, অপ্রতিরোধ্য চট্টগ্রামকে একমাত্র পরাজয়ের স্বাদ তারাই দিয়েছে ঢাকা পর্বে। আবার ঢাকা পর্ব শেষে শীর্ষে থাকা রাজশাহী রয়্যালসেরও দর্প চূর্ণ করেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা। চলমান আসরে সর্বাধিক রান (১৮৯) তাড়া করে জিতেছে তারা আগের ম্যাচেই রাজশাহীর বিপক্ষে। তাই দারুণ উজ্জীবিত মুশফিকের দল। অধিনায়কের পাশাপাশি রাইলি রুশো, অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্করা নিয়মিতই ভাল করছেন। পাক পেসার মোহাম্মদ আমিরও সর্বশেষ ম্যাচে ভাল করেছেন। তবে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লবরা ছন্দে ফেরার অপেক্ষায় আছেন। এরপরও আজ দুর্বলতর রংপুরকে উড়িয়ে হ্যাটট্রিক জয়ের সন্ধানেই নামবে খুলনা।
×