ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরাইলে ২০ ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৯

সরাইলে ২০ ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর জয়নব বেগম (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহটি উদ্ধার হয়। জয়নব ওই গ্রামের মোঃ আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি শিশু জয়নব। রাত থেকে আশপাশের বাড়িঘরে ও স্বজনদের বাড়িতে খুঁজেও ছাত্রীর সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার বিকেলে স্থানীয় ইছা মিয়ার বাড়ির পাশের বাঁশঝাড়ে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
×