ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডার বর্ষসেরা ক্রীড়াবিদ বিয়াঙ্কা

প্রকাশিত: ১২:১৭, ১৩ ডিসেম্বর ২০১৯

কানাডার বর্ষসেরা ক্রীড়াবিদ বিয়াঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। এই সময়ে স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন তিনি। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান কানাডার প্রতিভাবান এই খেলোয়াড়। সেইসঙ্গে কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের রেকর্ডও গড়েন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এর ফলে প্রথমে জড়িয়ে পড়ে আন্দ্রেস্কুর নাম। এবার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে কানাডার বর্ষসেরা এ্যাথলেটের পুরস্কার ‘লৌ মার্শ ট্রফি’ জেতার গৌরবও অর্জন করলেন তিনি। এই পুরস্কার জয়ের ক্ষেত্রে আন্দ্রেস্কু পেছনে ফেলেছেন ব্রুক হেন্ডারসন (গলফার) জর্ডান বাইনিংটন (আইস হকি), আন্দ্রে ডি গ্রাস (স্প্রিন্টার) এবং মাইক সোরোকাকে (বেসবল)। এই ট্রফি জিতে দারুণ উচ্ছ্বাসিত বিয়াঙ্কা আন্দ্রেস্কু। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার জিততে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। সত্যি কথা বলতে এটা প্রত্যাশা করিনি আমি। আর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এটা জয়ের প্রত্যাশা তো আরও অনেক দূরের কথা। তবে এই বছরটা ছিল অবিশ্বাস্য। ঠিক যেন স্বপ্ন বাস্তবে পরিণত হলো।’ এক বছর আগেও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২০০ জনের তালিকাতে ছিল না বিয়াঙ্কা আন্দ্রেস্কুর নাম। পারফর্মেন্সেও ছিল না তেমন ধার। যে কারণে সেই সময়ে ইউএস ওপেনের কোয়ালিফায়িং রাউন্ড থেকেই ছিটকে যান তিনি। কিন্তু এখন বিশ্ব টেনিসের উজ্জ্বল নক্ষত্র। কানাডার আকাশে ঝলমলিয়ে উঠা এক দ্বীপ্তমান তারকা। নিজের দেশের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ট্রফি উঁচিয়ে ধরার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। তাও আবার মহাতারকা সেরেনা উইলিয়ামসের বিপক্ষে জিতে। ইউএস ওপেনসহ ২০১৯ সালে তিনটি শিরোপার দেখা পেয়েছেন তিনি। শুরুটা করেছিলেন বিএনপি পরিবাস ওপেনে প্রথম ট্রফি জিতে। এরপর রজার্স কাপ। আগস্টে এই টুর্নামেন্টের ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে জয় পান আন্দ্রেস্কু। সেটা জিতেই নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। ৫০ বছরের ইতিহাসে কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় এই ট্রফি জয়ের স্বাদ পান বিয়াঙ্কা। এরপর ফ্ল্যাশিং মিডোয় শিরোপা জেতার গল্প। কাঁধের ইনজুরির কারণে এ বছরের চার মাস কোর্টের বাইরেও থেকেছেন ১৯ বছরের এই তরুণী। কিন্তু তাতে কী? টেনিস কোর্টে যতটা সময় খেলেন ততটা সময়ই নিজের দাপট দেখানোর চেষ্টা করেন তিনি। উপভোগ্য টেনিস খেলাটাই তার মূলমন্ত্র। শুধু খর্বশক্তির প্রতিপক্ষের বিপক্ষেই নয়? এই সময়ে আন্দ্রেস্কু বুক চিতিয়ে লড়াই করেছেন বর্তমান টেনিসের শীর্ষ সব তারকাদের বিপক্ষেও। অসাধারণ এই পারফর্মেন্সের প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়েও। দেশের এযাবতকালের ইতিহাসে সর্বোচ্চ ৪ নম্বরে উঠার রেকর্ডও এখন তার দখলে। অসাধারণ এই পারফর্মেন্সের ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রাখতে চান তিনি। বিয়াঙ্কা আন্দ্রেস্কু জানালেন নতুন মৌসুমে কোর্টে নামতে যেন তর সইছে না তার। এ প্রসঙ্গে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন বলেন, ‘২০২০ সালটা কি দিবে আমাকে তা জানি না তবে মৌসুম শুরুর জন্য যেন তর সইছে না আমার।’ নতুন বছরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও চোখ থাকবে আন্দ্রেস্কুর। এ প্রসঙ্গে কানাডিয়ান তারকা বলেন, ‘আমি সবসময়ই বিশ্ব টেনিসের এক নম্বর হওয়ার জন্য স্বপ্ন দেখেছি। অসংখ্য গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নটা আমার সবসময়ের।’ আগামী বছরেই জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের আসর। সেই টুর্নামেন্টেও চোখ রাখছেন কানাডার এই পতাকাবাহক। এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাতকারে বলেছেন, ‘অলিম্পিকে খেলারও স্বপ্ন দেখছি আমি। কেননা, আমি মনে করি ক্রীড়াজগতে এটা বিশেষ একটা ইভেন্ট।’
×