ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে নিহত এক

প্রকাশিত: ০৯:১৩, ১১ ডিসেম্বর ২০১৯

আশুলিয়ায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে নিহত এক

সংবাদদাতা, সাভার, ১০ ডিসেম্বর ॥ আশুলিয়ার একটি সোয়েটার কারখানায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে রিমা খাতুন (২১) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও তিনজন। মঙ্গলবার সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুরে ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা খাতুন কুড়িগ্রামের চিলমারী থানার খরখরিয়ার ঝাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার মুরাদ এ্যাপেয়ারেলস লিমিটেড নামে একটি কারখানায় অপারেটর পদে কাজ করতেন। আহতরা হলেন, জলিল, মাহফুজা ও আইয়ুব আলী। জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই এলাকার ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় গ্যাস হিটার মেশিনে স্থানান্তর করা হচ্ছিল। টাঙ্গাইল প্রেসক্লাবের কমিটি গঠিত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ ডিসেম্বর ॥ টাঙ্গাইল প্রেসক্লাবের আগামী ২০২০-২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে মঙ্গলবার সকালে সবাইকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে অন্য কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা পুনরায় নির্বাচিত হয়েছেন। অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে এমএ ছাত্তার উকিল ও একরামুল হক খান তুহিন, যুগ্ম সম্পাদক পদে নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে কাজী তাজ উদ্দিন রিপন, ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম, দফতর ও পাঠাগার সম্পাদক পদে অরণ্য ইমতিয়াজ। কার্যনির্বাহী সদস্যরা হলেন- কামনাশীষ শেখর, সাহাব উদ্দিন মানিক, মহিউদ্দিন সুমন, কাজী হেমায়েত হোসেন হিমু ও মামুনুর রহমান মিয়া।
×