ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লং জাম্পে আল-আমিনের তাম্রপদক

প্রকাশিত: ১৩:০৭, ৫ ডিসেম্বর ২০১৯

লং জাম্পে আল-আমিনের তাম্রপদক

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ দশরথ স্টেডিয়ামে বুধবার লং জাম্পে বাংলাদেশকে তাম্রপদক এনে দিয়েছেন আল-আমিন। তৃতীয় হওয়া আল-আমিন ৭.৬০ মিটার উচ্চতায় লাফান। এই ইভেন্টে স্বর্ণ জেতেন ভারতের লোকেশ সাথিয়ানা। মেয়েদের বিভাগে বাংলাদেশের রিংকি খাতুন ৫.৭০ মিটার অতিক্রম করে পঞ্চম হন। রমজানের রেকর্ড এসএ গেমসের চতুর্থদিনে পুরুষদের কারাতে দলগত ইভেন্টে প্রতিপক্ষকে মাত্র ৯০ সেকেন্ডে হারিয়ে এবারের আসরে সাউথ এশিয়ান গেমসে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের মোহাম্মদ রমজান। তিন মিনিটের লড়াই, অথচ মাত্র ৯০ সেকেন্ডেই সেটা শেষ করেন তিনি। তবে তার এমন রেকর্ডের পরও সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩-২ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। খেলার শুরুতে রমজান ১ পয়েন্ট নেন পাঞ্চ করে। এরপর ফেস কিকে নেন ৩ পয়েন্ট। মাঝে শ্রীলঙ্কান প্রতিযোগী নেন ২ পয়েন্ট। এরপর রমজান আবার ফেস কিকে ৩ পয়েন্ট নেন। কিছুক্ষণ পর শ্রীলঙ্কার প্রতিযোগীকে পাঞ্চ করে ম্যাটে ফেলে আবারও লাভ করেন ৩ পয়েন্ট। তাতে মাত্র ৯০ সেকেন্ডেই ১০-২ পয়েন্টে জিতে যান রমজান। ম্যাচে তার এমন অভাবনীয় নৈপুণ্য সবাইকে বিস্মিত-বিমুগ্ধ করেছে। উপস্থিত পাকিস্তানী নারী কারাতেকারা তো রমজানে মোহিত হয়ে তার উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিচ্ছিলেন! খো খোতে রৌপ্য ও ব্রোঞ্জ পেল পুরুষ ও নারী দল ছয় মাসের প্রস্তুতি। প্রত্যাশা ছিল রৌপ্যজয় করা। কেননা শক্তিশালী ভারতের সঙ্গে কুলিয়ে ওঠা অসম্ভব। দেশে যে ম্যাটে খেলেছিল, এখানে এসে অন্য ম্যাটে খেলতে হয়েছে বাংলাদেশকে। গত আসরে খো খো’তে মেয়েরা জিতেছিল রৌপ্য। কিন্তু এবার জিতেছে ব্রোঞ্জ। গতকাল কীর্তিপুরে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতে নারী দল। মেয়েদের এই পারফর্মেন্সের জন্য আয়োজকদের বিমাতাসুলভ আচরণকে সামনে এনেছেন বাংলাদেশ খো খো ফেডারেশনের কর্তারা। মেয়েরা পদক ধরে রাখতে না পারলেও ছেলেরা ঠিকই রৌপ্য ধরে রেখেছে। ফাইনালে ভারতের কাছে ইনিংস ও ৭ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। কম প্রস্তুতি নিয়ে খো খো’তে রৌপ্য জেতায় খুশি ছেলেরা। ম্যাচের পর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করেন তারা। ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ নিশ্চিত সালমান-ঊর্মির অবশেষে ব্যাডমিন্টনে নিশ্চিত হলো তাম্রপদক। দলগত, একক, দ্বৈতে ব্যর্থতার পর অবশেষে মিশ্র দ্বৈতে আশা জাগালেন সালমান খান ও ঊর্মি আক্তার জুটি। এসএ গেমসে এর আগের পদকগুলো এসেছিল দলগতভাবে। এবার এলো মিশ্র দ্বৈতে ডাবলসে। বুধবার পোখারায় কভার্ড হলে অনুষ্ঠেয় সবগুলো ম্যাচই ছিল কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশের সব প্রতিযোগী হারলেও সালমান-ঊর্মি জুটি ২১-১৩, ২১-১৭ পয়েন্টে নেপালের নবীন ও নাংজাল জুটিকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেন। নিয়ম অনুসারে ব্যাডমিন্টন ডিসিপ্লিনে সেমিতে উঠতে পারলেই ব্রোঞ্জপদক নিশ্চিত। সেমিতে উঠা চার দলের মাঝে জয়ী দুটি দল খেলবে ফাইনালে। পরাজিত বাকি দুটি দলকেই ব্রোঞ্জ মেডেল দেয়া হয়। এছাড়া গতকাল কোয়ার্টার ফাইনালে কোয়ার্টারে সিবগাত ২-০ সেটে নেপালের রতন জি, এলিনা ২-০ সেটে শ্রীলঙ্কার দিলমদিয়াশের, শাপলা ২-০ সেটে শ্রীলঙ্কার রতœা শিরির, বৃষ্টি-রেহানা জুটি ২-০ সেটে ভারতের কুহু-অনুশিকা জুটির, শাপলা-এলিনা জুটি ২-০ সেটে ভারতের জাককাম পুরি ও নেলা কৃতি জুটির কাছে হেরে যান। কাবাডিতে নারীদের হার, পুরুষদের জয় শাহনাজ পারভীন মালেকার অবসর ঘোষণার দিনে কাবাডিতে নেপালের কাছে ৩৬-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। এই ম্যাচে রেফারি বাংলাদেশের বিরুদ্ধে চারটি বিতর্কিতমূলক টেকনিক্যাল সিদ্ধান্ত দিয়েছে বলে অভিযোগ ওঠে। তবে বাংলাদেশ পুরুষ দল নেপালকে দাপটের সঙ্গে খেলেই হারায় ৪৩-১৫ পয়েন্টে। হতাশ করলেন শিরিন এ্যাথলেটিক্সে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে হতাশ করেছেন বাংলাদেশের শিরিন আক্তার। ২৫.৫৯ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ছেলেদের এই ইভেন্টে ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলামও আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন। হ্যান্ডবল ও শূটিংয়ে হতাশা মঙ্গলবার শূটিং থেকে এসেছিল দুটি রৌপ্য। সাতদোবাতোর শূটিং কমপ্লেক্সে বুধবার হতাশার একটি দিন গেছে বাংলাদেশের। শূটিং থেকে আসেনি কোন পদক। মেয়েদের ২৫ মিটার পিস্তলে আরদিনা ফেরদৌস আঁখি ১২ স্কোর করে পঞ্চম হন। এই ইভেন্টে ৩০ স্কোর করে স্বর্ণ জেতেন ভারতের আনু সিং। পোখারায় হতাশার শুরু হ্যান্ডবলে। পুরুষ হ্যান্ডবলের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪২-৩৩ গোলে হেরেছে বাংলাদেশ। টিটিতে বাংলাদেশের দুটি ব্রোঞ্জপদক টেবিল টেনিসে (টিটি) ছেলেদের দলগত ইভেন্টে পাকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। এই দলের হয়ে খেলেন জাভেদ, পরাগ ও হৃদয়। মেয়েদের দ্বৈতে স্বাগতিক নেপালকে ৪-১ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের সোনম সুলতানা সোমা এবং সাদিয়া রহমান মৌ জুটি। উশুর ফাইনালে সজীব উশুতে ছেলেদের অনুর্ধ-৫৬ কেজি সানদায় শ্রীলঙ্কার প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের সজীব হোসেন ফাইনালে উঠেছেন। আজ বৃহস্পতিবার ফাইনাল খেলবেন তিনি। এছাড়া মেয়েদের অনুর্ধ-৫৬ কেজি সানদা ইভেন্টে সাদিয়া আক্তার, অনুর্ধ-৭০ কেজিতে সানদায় বাসনা খন্দকার, অনুর্ধ-৬০ কেজিতে সানদায় রিতা বিশ্বাস পূজা ব্রোঞ্জ পেয়েছেন। অনুর্ধ-৬০ কেজিতে মিলন হোসেন ও অনুর্ধ-৬৫ কেজিতে রাকিব খন্দকার ব্রোঞ্জপদক লাভ করেন।
×