ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রধান বিচারপতি

আইনজীবীরা সোশ্যাল ইঞ্জিনিয়ার, বিচারক বিচারের মূর্ত প্রতীক

প্রকাশিত: ১০:৪৮, ২ ডিসেম্বর ২০১৯

  আইনজীবীরা সোশ্যাল ইঞ্জিনিয়ার, বিচারক বিচারের মূর্ত প্রতীক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনজীবীগণ বিচার ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। আইনজীবীগণ হচ্ছেন সোশ্যাল ইঞ্জিনিয়ার, আর বিচারকরা হচ্ছেন বিচারের মূর্ত প্রতীক। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচারক ও আইনজীবীদের সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনজীবীগণ বিচার ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আইনজীবীদের সহায়তা ছাড়া বিচার ব্যবস্থা কিছুতেই অগ্রসর হতে পারে না। রবিবার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০০৫ সালে গাজীপুর আইনজীবী সমিতির কক্ষে জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৪ বছর উপলক্ষে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না সেই বিপথগামী গোষ্ঠী বার বার বিচার ব্যবস্থার ওপর আঘাত করে। তারা বিচারক হত্যা করে, আইনজীবী হত্যা করে। তারা জানে না ব্যক্তিকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে এবং দেশকে অস্থিতিশীল করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাদের এ অপপ্রয়াস। এ রাষ্ট্রদ্রোহী অপশক্তির তৎপরতা কোনভাবেই যেন বিচারাঙ্গনকে কুলষিত করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধান বিচারপতি বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক অপশক্তির প্রভাব দেশে ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল বিভিন্ন চক্রের উদ্ভব ঘটে। নানা পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধী ও জঙ্গীবাদে বিশ্বাসী চক্রটি তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে থাকে। এ প্রতিক্রিয়াশীল চক্রের মূল টার্গেট হলো বিচারাঙ্গন। দেশের বিচারাঙ্গনের বিচারক ও আইনজীবীগণ বারবার এ ঘৃণিত চক্রের নির্মম ও মর্মান্তিক হামলার শিকার হয়েছে। সমাজের শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীগণের সম্মিলিত প্রচেষ্টা এ অপশক্তিকে বিতাড়িত করে ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। এর আগে রবিবার সকালে প্রথমে গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের চত্বরে ওই সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মনজুর মোর্শেদ প্রিন্সসহ সমিতির নেতৃবৃন্দ জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন এবং তাদের সহকর্মীরা কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সূচনা করেন।
×