ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাইজপাড়া-জয়নগর

সেতু আছে, সড়ক নেই ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৯:৩৪, ২৭ নভেম্বর ২০১৯

সেতু আছে, সড়ক নেই ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ নবেম্বর ॥ কলমাকান্দা সদর ইউনিয়নের মাইজপাড়া-জয়নগর রাস্তায় মাইজপাড়া খালের ওপর পাকা সেতু থাকলেও এ্যাপ্রোচে মাটি নেই। এ কারণে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকাবাসীদের কোন কাজে আসছে না। জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩২ লাখ ৩৯ হাজার ৬৩৮ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ এ সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণের ছয় মাস পর বন্যার পানিতে দু’পাশের এ্যাপ্রোচের মাটি ধসে যায়। এরপর আর তা মেরামত করা হয়নি। এ কারণে বর্ষা মৌসুমে নৌকা অথবা কলাগাছের তৈরি ভেলায় খাল পাড়ি দিতে হয়। আর শুষ্ক মৌসুমে চলতে হয় বিকল্প পথ দিয়ে। স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন বড়খাপন, চৌহাট্টা, রানাগাঁও, বিষারা, গয়পুর, উদয়পুর, পোগলা, মনকান্দিয়া, জয়নগর, দুর্লভপুর, গুতম-লসহ ১০-১৫টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। এ্যাপ্রোচের মাটি না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ ভোগ করতে হয় ওই এলাকার শিক্ষার্থীদের। স্থানীয়রা বলেন, এ্যাপ্রোচের মাটি ভরাট করলে এ রাস্তা দিয়ে ছোটখাটো যানবাহন চলতে পারবে। এতে এলাকাবাসীর যাতায়াত ছাড়াও কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা বরাদ্দ দিলে সেতুটির এ্যাপ্রোচ মেরামত করা সম্ভব। বিষয়টি তাদের অফিসিয়ালি বলা হবে।
×