ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিবাসনে কঠিন সময় পার করছে বাংলাদেশ ॥ পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ০১:০০, ২৬ নভেম্বর ২০১৯

অভিবাসনে কঠিন সময় পার করছে বাংলাদেশ ॥ পররাষ্ট্র সচিব

অনলাইন রিপোর্টার ॥ পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, দেশের অভিবাসন কঠিন সময় পার করছে। তবে এ কঠিন সময় আমাদের মোকাবিলা করতে হবে। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অভিবাসনের ভালো-মন্দ তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, ‘শুধু অভিবাসীরা কোথায় আছে এবং কত টাকা পাঠাচ্ছে সেটি বিবেচনা না করে অভিবাসনের খারাপ দিক নিয়েও চিন্তা করতে হবে।’ তিনি বলেন, ‘অভিবাসন একটি বিতর্কিত বিষয়। ১৩টি দেশ যারা আগে বিষয়টি সমর্থন করতো তারা এখন গ্লোবাল কমপ্যাক্ট থেকে বের হয়ে যেতে চাচ্ছে।’ তবে বাংলাদেশ অভিবাসনকে উন্নয়নের একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করে এবং এটি উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, অনেক ক্ষেত্রে অভিবাসীদের কাছে অভিবাসন সম্পর্কে সঠিক ও পরিপূর্ণ তথ্য থাকে না এবং তারা না জেনেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই অভিবাসনকে আরও কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন। যা আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি জরুরি। অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বক্তব্য রাখেন।
×