ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ০৯:২২, ২৬ নভেম্বর ২০১৯

বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়রে প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংবাদিক রিয়াজউদ্দিন জামি, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক ১০০ বই নিয়ে এ মেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ নবেম্বর ॥ আদমদীঘি উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা প্রদান হিসেবে সোমবার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার সামছুল ওয়াদুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী প্রমুখ।
×