ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির সাবেক ভান্ডার ও ক্রয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ নভেম্বর ২০১৯

 ডিএনসিসির সাবেক ভান্ডার ও ক্রয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা আবদুল মালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে বলা হয়, ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে টাকা আত্মসাতের ঘটনাটি ঘটে। আসামি মালেক সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮ টাকা ৫৯ পয়সার সরকারী মালামাল আত্মসাত করেন। এরমধ্য দিয়ে তিনি দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
×