ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৯:২৫, ২২ নভেম্বর ২০১৯

ফ্যাশন সংবাদ

এ্যাগেইনস্ট দ্য উইন্ড সম্প্রতি, রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’ শীর্ষক ভিন্নধর্মী এক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে কস্টুমেয়ার বাই জুবাইদা আহবাব। নারী সৌন্দর্য নিয়ে আমাদের সমাজে নানা বদ্ধমূল ধারণাকে অসঙ্গত প্রমাণে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সফল ১৩ জন নারী তাদের জীবনের নানা প্রতিকূলতাকে উতরে কিভাবে তাদের নিজেদের কাক্সিক্ষত অবস্থানে পৌঁছেছেন সে গল্পগুলো অতিথিদের সামনে বলেন। কিভাবে তারা তাদের চারপাশের সকল বাধাকে প্রতিহত করে সামনে এগিয়ে গিয়েছেন সে গল্প তারা নিজেরাই অতিথিদের সামনে উপস্থাপন করেন। অংশগ্রহণকারী নারীরা হলেন: নাভিন আহমেদ, এশা রুশদি, রুবাইয়া আলী, সুমাইয়া হক, যায় না হাবিব, প্রিয়া চৌধুরী, লিয়া খান, শ্রাবন্তি শ্রাবণ, ফারজানা আলি, সোনিয়া হক, রামিসা নওশিন রাহমান, নূর এ রেহজিয়া মম এবং উর্মি রাহমান মিষটি। ডিজাইনার জুবাইদা আহবাবের ডিজাইনকৃত পোশাকে তারা মঞ্চে উপস্থিত ছিলেন। ই কুইপ বিডি যাত্রা শুরু করেছে অনলাইন শপ হেলথ-ই-কুইপ বিডি। যে কোন ধরনের স্বাস্থ্যসংক্রান্ত ইকুইপমেন্টের জন্য খুব নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত অনলাইন শপ। হেলথ-ই-কুইপ বিডি চেষ্টা করছে তাদের অনলাইন স্টোর এ এমন আয়োজন করতে যেন আপনি আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোন ইকুইপমেন্ট কেনার প্রয়োজনে ঘরে বসে এই অনলাইন স্টোরে অনেক প্রোডাক্টের মধ্যে থেকে মান, দাম এবং ডিজাইন দেখে আপনার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন। প্রোডাক্ট ক্রয় এবং অর্ডার করার জন্য ভিজিট করতে পারেন িি .িযবধষঃযবয়ঁরঢ়নফ.পড়স অথবা আপনি অর্ডার এর জন্য ফেসবুক পেইজ যঃঃঢ়ং:/িি/.িভধপবনড়ড়শ.পড়স/ঐবধষঃয-ঊ-ছঁরঢ়-ইউ এ ইনবক্স করতে পারেন। এমনটাই জানালেন শপটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মিহিমা। বললেন, আমরা ২০১২ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত, স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের পাইকারি মার্কেট মিটফোর্ডে আমাদের শোরুম রয়েছে। আপনাদের জন্য অনলাইন আয়োজনের ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতাকে ব্যবহার করছি। আশা করছি এই আয়োজন এর মাধ্যমে ক্রেতাদের উপকারে আসতে পারব। এখানে আমরা অনলাইনে যে কোনও ধরনের স্বাস্থ সংক্রান্ত ইকুইপমেন্ট সরবরাহ করে ক্রেতাদের স্বাস্থ্যসেবা প্রয়োজন পূরণের চেষ্টা করছি। সম্মাননা আলোকিত নারী সম্মাননা স্মারক, ২০১৯ এ ভূষিত হলেন বিলাসী বি+প্লাস লিমিটেডের চেয়ারর্পাসন শিরিন সুলতানা। নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে আলোকিত নারী সম্মাননায় ভূষিত হন শিরিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন শারমিন সেলিম তুলি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সেক্টরের আলোকিত ১৭ জন নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। আলোকিত নারী সম্মাননা স্মারক, ২০১৯ এ ভূষিত অন্যান্য আলোকিত নারীরা হলেন : চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব অপু বিশ্বাস, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, অপরাজয়া২৪.কম এর চেয়ারম্যান মমতাজ ভিরানী, সাংবাদিক লাবণ্য লিপি, নৃত্যশিল্পী বারিশ হক। ওমেন্স ওয়ার্ল্ড বোনের বা বান্ধবীর বিয়ে যদি হয়, কনের চেয়ে কম খেয়াল রাখেন না তারা নিজেদের আরও সুন্দর-আকর্ষণীয় করে তুলতে। সব কাজ ছুটির দিনের জন্য রেখে দিলে গুছিয়ে উঠতে কষ্ট হবে। আর নারীদের ব্যস্ততার কথা মাথায় রেখে সপ্তাহের কাজের দিনগুলোতেও-রোববার থেকে বুধবার সৌন্দর্য চর্চায় বিশেষ ছাড় দিচ্ছে। ওমেন্স ওয়ার্ল্ডের বিশেষ এই আয়োজনে রয়েছে রোববার মাত্র ৮০০ টাকায় গোল্ড ফেসিয়াল, সোমবার ফুট ও ব্যাক ম্যাসাজ করাতে পারবেন ৩৫০ টাকায়, মঙ্গলবার অ্যান্টি ড্যানড্রাফ ট্রিটমেন্ট ৫০ শতাংশ ছাড়ে এবং বুধবারে করতে পারেন রিবন্ডিং খরচ হবে অর্ধেক, মানে ৫০ শতাংশ ছাড়ে।
×