ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগে রেকর্ড সপ্তম শিরোপা খুলনার

প্রকাশিত: ১১:৩৬, ২০ নভেম্বর ২০১৯

জাতীয় ক্রিকেট লীগে রেকর্ড সপ্তম শিরোপা খুলনার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগকে ৯ উইকেটে হারিয়ে এ গৌরব অর্জন করে তারা ৩৯.৮১ পয়েন্ট পেয়ে। এনসিএলের ইতিহাসে সর্বাধিক ৭ বার শিরোপা জিতল তারা। টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর রাজশাহী বিভাগের কাছে শিরোপা খুইয়েছিল খুলনা। রাজশাহী গত আসর মিলিয়ে ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের পেছনে ফেলে ঘরোয়া প্রথম শ্রেণীর সবচেয়ে বড় আসর এনসিএলে রেকর্ড ৭ বার শিরোপা জয়ের রেকর্ড গড়ল খুলনা। আর আগেভাগেই জয় তুলে নিয়ে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় এবার শিরোপা জিতে সিলেট বিভাগ প্রথম স্তরে জায়গা করে নিয়েছে। আর প্রথম স্তরে মাত্র ১৮.৬৫ পয়েন্ট পেয়ে শেষ করে সবার তলানিতে থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে ৬ বারের শিরোপাধারী ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী। প্রথম স্তর ॥ খুলনায় ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ১০২ রান তুলেছিল। চতুর্থদিন তারা ২১৬ রানেই গুটিয়ে গেলে খুলনার লক্ষ্য দাঁড়ায় ১১৭ রান। রকিবুল হাসান ২২৭ বলে ৪ চার, ৩ ছক্কায় ৯৯ রান করে রানআউট হলে সেঞ্চুরি বঞ্চিত হন। এছাড়া মোহাম্মদ আরাফাত সানি ৫ চারে ৫৩ রান করেন। জিয়াউর রহমান নেন ৫ উইকেট। এনামুল হক বিজয়ের ৭৬ বলে ৪ চার, ৪ ছক্কায় করা ঝড়ো ৭৯ রানের হার না মানা ইনিংস ও অমিত মজুমদারের অপরাজিত ৩৩ রানে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় খুলনা। চ্যাম্পিয়ন হয় সপ্তমবারের মতো। হারলেও ঢাকা ২৪.৩৯ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ। অপর ম্যাচে রাজশাহীকে ১৫৫ রানে হারিয়ে দেয় রংপুর বিভাগ এবং প্রথম স্তরে টিকে থাকা নিশ্চিত করে। দ্বিতীয় ইনিংসে রংপুর ৬ উইকেটে ২২৮ রানেই ইনিংস ঘোষণা করলে রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ২৪৯ রান। কিন্তু তারা ৯৩ রানেই গুটিয়ে যায়। জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ৩৪ রান করেন। রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন আরিফুল হক ও আলাউদ্দিন বাবু। দ্বিতীয় স্তর ॥ বরিশালে স্বাগতিক বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোপলিসের ম্যাচ ড্র হয়েছে। আগেরদিন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩০ রান তোলা বরিশাল চতুর্থদিন ২৬৯ রানে গুটিয়ে যায়। মইন খান ১০৫ বলে ১৩ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৮০, ফজলে রাব্বি ১১৩ বলে ৫ চার, ২ ছক্কায় ৭৫ ও সালমান হোসেন ১০৪ বলে ৮ চার, ১ ছক্কায় ৫৩ রান করেন। আরাফাত সানি ৫টি ও তাসকিন আহমেদ ৩টি উইকেট নেন। ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা মেট্রো ১ উইকেটে ১৯ রান তুলতেই ম্যাচটি ড্র হয়ে যায়। স্কোর ॥ খুলনা-ঢাকা ম্যাচ (খুলনা)- ঢাকা প্রথম ইনিংস ২৭৯/১০; ৯৩.১ ওভার (তাইবুর ১১০, শুভাগত ৬০; হালিম ৫/২৭, জিয়াউর ৪/২৪) ও দ্বিতীয় ইনিংস- ২১৬/১০; ৮৬.৩ ওভার (রকিবুল ৯৯, আরাফাত ৫৩, শুভাগত ৪২; জিয়াউর ৫/৪৪)। খুলনা প্রথম ইনিংস- ৩৭৯/১০; ১২৮ ওভার (সোহান ১৫০*, তুষার ৮২, বিজয় ৫০; শুভাগত ৫/৪৬) ও দ্বিতীয় ইনিংস- ১১৭/১; ২৫.৪ ওভার (বিজয় ৭৯*, অমিত ৩৩*; নাজমুল ১/৪৯)। ফল ॥ খুলনা বিভাগ ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নুরুল হাসান সোহান খুলনা।
×