ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিবকে আইপিএল থেকে ছেড়ে দিল হায়দরাবাদ

প্রকাশিত: ১২:১৯, ১৭ নভেম্বর ২০১৯

সাকিবকে আইপিএল থেকে ছেড়ে দিল হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি গোপন করার অপরাধে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) কর্তৃক দুই বছরে জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। এর মধ্যে দ্বিতীয় বছরে নিষেধাজ্ঞা স্থগিতাদেশ। স্বাভাবিকভাবেই ২০২০ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসরে খেলতে পারতেন না। সাকিবকে তাই অনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের রিটেইনের তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করে। সাকিবসহ মোট পাঁচজনকে ছেড়ে দেয়া হয়েছে। অন্যরা হলেনÑ নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ও স্থানীয় তিন ক্রিকেটার ইউসুফ পাঠান, দীপক হুডা ও রিকি ভুঁই। গত বছরের দল থেকে হায়দরাবাদ রিটেইন করেছে (ধরে রেখা) ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহাসহ ১৭ জনকে। অন্যরা হলেনÑ বিজয় শঙ্কর, রশিদ খান, মোহাম্মদ নবি, অভিষেক, শ্রীবাস্তব, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল, শাহবাজ নাদিম, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, নতারঞ্জান। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া খেলোয়াড় নিলামে নতুন করে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বহুল আলোচিত নিষেধাজ্ঞার পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি২০ ও ওয়ানডের তালিকা থেকে বাদ পড়েন সাকিব। নিয়ম অনুযায়ী তার এই বাদ পড়াটা ছিল স্বাভাবিক। দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও এক বছর পরই মাঠে ফিরতে পারবেন এই তারকা অলরাউন্ডার। তবে প্রথম বছরে নতুন করে অপরাধসহ নেতিবাচক ঝামেলায় জড়িয়ে পড়লে দ্বিতীয় বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। উল্লেখ্য, ৩২ বছর বয়সী সাকিব এখন ওমরা হজ পালনের জন্য সৌদি আরব রয়েছেন।
×