ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ নভেম্বর ২০১৯

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ক্ষতিপূরণ দেয়ার দাবি

নিজস্ব সংবাদদাতা, ১৪ নবেম্বর, গাইবান্ধা ॥ সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় এ্যালেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক (ঢাকা-রংপুর মহাসড়ক) চার লেনে উন্নীত করতে গোবিন্দগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩ মৎস্য চাষীকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মাহমুদুন্নবী মণ্ডল, গোপীনাথপুর গ্রামের আব্দুর রশিদ ও আয়ুফ মিয়া। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, উক্ত ৩ মৎস্যচাষী দুর্গাপুর, সিংজানি ও গোপীনাথপুর মৌর্জায় ৯টি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এ বিষয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি জেলা মৎস্য কর্মকর্তার গত ৯ সেপ্টেম্বরের স্মারকপত্র ৩৩.০৩.৩২০০.৪০০. ৩৪.০০২.১৭-৫৭৫ অনুযায়ী লিজ নেয়া পুকুরের মৎস্য চাষী হিসেবে ও মৎস্য চাষ পুনর্বাসনের ক্ষতিপূরণ বাবদ তদন্ত প্রতিবেদন জমা দেন। কিন্তু লিজ বা ভাড়া পুকুর এর ক্ষতিপূরণ দেবে না মর্মে গাইবান্ধা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা গড়িমসি করে আসছে। পুকুর মালিকদের নোটিস প্রদান করা হলেও লিজ গ্রহীতা মৎস্য চাষীদের ভূমি অধিগ্রহণে কোন নোটিস প্রদান করা হয়নি। অথচ স্থাবর সম্পত্তি ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ এর বিধান অনুযায়ী ভূমি মালিকদের পাশাপাশি লিজ গ্রহীতা মৎস্য চাষীদেরও নোটিস প্রদানসহ ক্ষতিপূরণ প্রদানের বিধান রাখা হয়েছে।
×