ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কাজী কামরুজ্জামান এ প্যাডের চেয়ারপার্সন নির্বাচিত

প্রকাশিত: ০৯:২১, ১৪ নভেম্বর ২০১৯

 কাজী কামরুজ্জামান এ প্যাডের  চেয়ারপার্সন নির্বাচিত

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচ ট্রাস্ট) ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস) চেয়ারম্যান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম শিশু সার্জন প্রফেসর কাজী কামরুজ্জামান গত ৯ নবেম্বর, এশিয়া প্যাসিফিক এলায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এ-প্যাডের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। এ-প্যাড-একটি বহুজাতিক দুর্যোগকালীন সহায়তা প্রদানকারী সংগঠন- যা এশিয়া প্যাসিফিকের বিভিন্ন এনজিও, বেসরকারী ও সরকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপন করে সহায়তা প্রদান করে। এ-প্যাডের মূল উদ্দেশ্য হলো এর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক সৃষ্টি করা যার লক্ষ্য মূলত দুর্যোগকালীন কার্যকর ও উপযোগী সহায়তা প্রদানের মাধ্যমে দুর্যোগ পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাসকরণ, ত্রাণ ও পুনঃউদ্ধারকরণ করা। এ-প্যাডের অফিসিয়াল সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.apadm.org-বিজ্ঞপ্তি
×