ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে সাহিত্য সভা

প্রকাশিত: ০৯:০০, ১২ নভেম্বর ২০১৯

রূপগঞ্জে সাহিত্য সভা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ নবেম্বর ॥ সাহিত্য চর্চা নির্ভর রূপগঞ্জ সাহিত্য পরিষদের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মারুফ শারমিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদের সাব এডিটর আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক এমদাদ হোসেন ভুঁইয়া, অধ্যক্ষ আব্দুল আউয়াল ভুঁইয়া, পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবি সেলিম মিয়া,প্রভাষক শামীমা সুলতানা উমা, পীযূষ কুমার হীরা, অধ্যক্ষ ফরহাদুল কবির, সাংবাদিক মকবুল হোসেন, আবুল কালাম আজাদ শাকিল, মাহবুব আলম প্রিয়, কবি এস আলম ও গোলজার হোসেন। লিফলেট বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জন্য ঈশ্বরদী থানা পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশের পক্ষ থেকে সোমবার সকালে অতিরিক্তি পুলিশ সুপার জহুরুল হক ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকির নেতৃত্বে ঈশ্বরদীর ‘জিরো পয়েন্ট’ রেলগেট বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও হেলমেট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ট্রাফিক পুলিশের পরিদর্শক ও সার্জেন্টসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তারা বিভিন্ন প্রকার যানবাহন চালকদের মধ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করেন এবং হেলমেটবিহীন হোন্ডা চালকদের নিকট হেলমেট বিক্রি করে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন।
×