ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অভিন্ন তথ্যে অধিক বিও হিসাব বন্ধের সময় বাড়ছে

প্রকাশিত: ০৯:৩৯, ৬ নভেম্বর ২০১৯

অভিন্ন তথ্যে অধিক বিও হিসাব বন্ধের সময় বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা দ্বিতীয় দফা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭০৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নাম্বার এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের জন্য ২০ জুন এক নির্দেশনার মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করে। এই নির্দেশনার সময় ২১ জুলাই শেষ হয়েছে। এরপর ২৩ জুলাই কমিশনের ৬৯৪তম সভায় এই সময় প্রথম দফা বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় সীমা ২১ অক্টোরর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বিএসইসির সভায় দ্বিতীয় দফা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। রিং সাইন টেক্সটাইলের বিষয়ে খবর মিথ্যা ॥ রিং সাইন টেক্সটাইলের বিষয়ে মিথ্যা খবর ছড়িয়েছে অনলাইন পোর্টাল। যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে বেরিয়ে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ অক্টোবর একটি অনলাইনে অস্তিত্বহীন ইউনিভার্স নিটিং কোম্পানির নামে রিং সাইন টেক্সটাইলের প্রায় ২৫ কোটি টাকার শেয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে ইউনিভার্স নিটিং গার্মেন্টসের চেয়ারম্যান সুং ওয়ে মিন রিং সাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেও প্রসপেক্টাসে উল্লেখ নেই বলে দাবি করা হয়। কিন্তু প্রসপেক্টাসের ১৯৫ পৃষ্টায় রিং সাইনের এমডির অন্যান্য কোম্পানিতে সম্পৃক্ততার শিরোনামে বিস্তারিত পরিষ্কারভাবে উল্লেখ আছে। এছাড়া ইউনিভার্স নিটিং কোম্পানির নিয়মিত পরিচালনায় সক্রিয় থাকার প্রমাণাদি কমিশনে প্রেরণ করে রিং সাইন। এতে কোন আইন লঙ্ঘন হয়নি। যাতে বিষয়টি কমিশনের সভায় ডিসক্লোজার ভিত্তিতে সমাধান হয়েছে। এদিকে শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে রিং সাইন টেক্সটাইলের এমডির স্বার্থ সংশ্লিষ্ট ইউনিভার্স নিটিং গার্মেন্টস কর্তৃক রিং সাইনের ধারণকৃত শেয়ারে ১ বছরের পরিবর্তে ৩ বছর লক-ইনের শর্তারোপের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্টক ডিলাররাও প্রভিশনের সুবিধা পাবেন ॥ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসমূহ ও মার্কেন্ট ব্যাংকাসমূহ পেয়ে থাকে স্টক ডিলারসমূহকেও একই সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্যহ্রাস জনিত ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে যে সুবিধা আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসমূহ ও মার্কেন্ট ব্যাংকাসমূহ পেয়ে থাকে, ডিএসই ব্রোকার এ্যাসোসিয়েশনের (ডিবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে স্টক ডিলারসমূহকেও প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত অনুরূপ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শীঘ্রই একটি নির্দেশনা জারি করা হবে। উক্ত নির্দেশনার অন্যান্য বিষয়ের মধ্যে এখন থেকে মেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন মেয়াদী মিউচুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য চলতি বাজার মূল্যে নীট সম্পদ মূল্যের ৮৫ শতাংশ এবং বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষিতব্য প্রভিশন বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে ইউনিটের গড় ক্রয় মূল্য মেয়াদী ইউনিটের পুনঃক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫ শতাংশ ডিসকাউন্ট বলে বিবেচিত হবে।
×