ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টে প্রতিবেদন

৬৮ কারাগারে ১৩১ চিকিৎসকের পদ শূন্য

প্রকাশিত: ০৯:৩৫, ৬ নভেম্বর ২০১৯

৬৮ কারাগারে ১৩১ চিকিৎসকের পদ শূন্য

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ৬৮ কারাগারে মাত্র ১০ জন চিকিৎসক দিয়ে চলছে বন্দীদের চিকিৎসা। অথচ চিকিৎসক পদ রয়েছে ১৪১টি। বাকি ১৩১ চিকিৎসকের পদ শূন্য। দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতা ৪০ হাজার ৬৬৪ জন হলেও বন্দীর সংখ্যা ৮৬ হাজার ৯৯৮ জন । এ হিসেবে আট হাজার ৭০০ বন্দীর জন্য মাত্র একজন চিকিৎসক রয়েছেন। কারা অধিদফতরের পক্ষ থেকে হাইকোর্টে দাখিলকৃত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১১ নবেম্বর দিন ধার্য্য করা হয়েছে। এদিকে নক্সা জালিয়াতি, বিধিমালা লংঘন করে ভবন নির্মাণে ছাড়পত্র ইস্যু, ফি জমা ও ভুয়া নক্সা তৈরি করে বনানীতে একটি ভবন নির্মাণের অভিযোগের মামলায় তিনজনের জামিন বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। খালেদা জিয়া অসুস্থ থাকায় আগামী ২ ডিসেম্বর এ মামলার শুনানির জন্য নতুন করে দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা ও বিশেষ আদালত এ আদেশ প্রদান করেছে। সারাদেশের ৬৮ কারাগারে মাত্র ১০ জন চিকিৎসক দিয়ে চলছে বন্দীদের চিকিৎসা। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে মাত্র চারজন যোগদান করেন। বাকি ১৬ জন এখনো যোগদান করেননি। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী আদেশের জন্য ১১ নবেম্বর দিন ঠিক করেছেন। ওই ১৬ জন চিকিৎসক কেন কাজে যোগদান করেননি তা ১১ নবেম্বরের মধ্যে জানাতে আদালত রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মোঃ জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। মোঃ জে আর খান রবিন জানান, গত ২৩ জুন এক আদেশে সারাদেশের সব কারাগারে বন্দী ধারণক্ষমতা, বন্দী ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করে আদালত। ওই আদেশ অনুসারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার পক্ষে ডেপুটি জেলার মুমিনুল ইসলাম একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়, কারা চিকিৎসকের অনুমোদিত পদের সংখ্যা ১৪১টি। এর বিপরীতে কর্মরত আছেন ১০ জন। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রেষণে বদলির মাধ্যমে কারা চিকিৎসক নিয়োগ দেয়ার বিধান রয়েছে। তাই সরাসরি বা চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ নেই। এদিকে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে মাত্র চারজন কাজে যোগ দেন। বাকি ১৬ জন এখনো যোগ দেননি। নক্সা জালিয়াতির মামলায় ৩ জনের জামিন বাতিল ॥ নক্সা জালিয়াতি, বিধিমালা লংঘন করে ভবন নির্মাণে ছাড়পত্র ইস্যু, ফি জমা ও ভুয়া নক্সা তৈরি করে বনানীতে একটি ভবন নির্মাণের অভিযোগের মামলায় তিনজনের জামিন বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে। দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তিন ব্যক্তি হলেন, ভবনের ইজারা গ্রহীতা সৈয়দ মোঃ হোসাইন ইমাম ফারুক (এসএমএইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ইমারত পরিদর্শক মোঃ আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও সাবেক উপ-পরিচালক (এস্টেট) মুহাম্মদ শওকত আলী। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২ ডিসেম্বর ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। খালেদা জিয়া অসুস্থ থাকায় আগামী ২ ডিসেম্বর এ মামলার শুনানির জন্য নতুন করে দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের কারা ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন। এদিন, মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যে কারণে কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেননি। এজন্য তার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল না জানিয়ে তার চিকিৎসার জন্য আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর গত ১ এপ্রিল খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
×